ছবিঃ সিএনআই
বগুড়া প্রতিনিধি: বগুড়ায় বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারী কল্যান সমিতির আয়োজনে বৃহস্পতিবার সকালে শহরের জলেশ্বরীতলাস্থ সমিতির কার্যালয়ে ১৮০ জনের মাঝে সমিতির কেন্দ্রীয় কার্যালয় থেকে বিভিন্ন খাতে প্রাপ্ত ২০ লক্ষ ৮০ হাজার টাকা অনুদান বিতরণ করা হয়েছে।
সমিতির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শামসুল হুদার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অনুদানের এই অর্থ সকলের হাতে তুলে দেন বগুড়া জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: শাহজালাল। এসময় তিনি বলেন, নিজেদের জীবনের একটা বড় অংশ সরকারি চাকরিজীবীরা কাটিয়ে দেন কর্মক্ষেত্রে। পরিবার-পরিজনের থেকে দূরে থেকেও অনেক সময় সেবা দিতে হয় সাধারণ জনগণকে। রাষ্ট্রের দেয়া দায়িত্ব পালন শেষে একসময় সকলকেই অবসর নিতে হয়। তারপর শুরু হয় জীবনের আরেক নতুন অধ্যায়। বগুড়াসহ সারাদেশে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি যে ইতিবাচক ধারায় কাজ করে যাচ্ছে তা সত্যিই প্রশংসনীয়। ছোট ছোট করে হলেও নানামুখী উদ্যোগ নেয়ার মাধ্যমে অবসরকালীন জীবনে কিছুটা হলেও উপকার করতে পারার মাঝেও রয়েছে পরম প্রশান্তি। তিনি এই সমিতির সাথে জড়িত সংশ্লিষ্ট সকলকেই ধন্যবাদ ও শুভকামনা জ্ঞাপন করেন।
অনুষ্ঠানে অনুদান বিতরণ বিষয়সহ সমিতির সার্বিক কণ্যাণমূলক কাজের বিবরণী তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক নওয়াব আলী।অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে আরো বক্তব্য রাখেন অধ্যাপক মো: ছালামত উল্ল্যাহ, অধ্যাপক আহম্মদ আলী, অধ্যাপক ড. মো: ফজলুল হক, এবিএম আব্দুর রশিদ এবং মোঃ ছমির উদ্দিন।
এই বছর সমিতির উদ্যোগে বগুড়ায় ৪৮ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তি হিসেবে ৫ লক্ষ ৫৬ হাজার টাকা এবং সমিতির ১৩২ জন সদস্যের মাঝে সাধারণ চিকিৎসা খাতে ১৫ লক্ষ ২৪ হাজার টাকা বিতরণ করা হয়।
বিতরণ কার্যক্রম শেষে সভাপতির বক্তব্যে শামসুল হুদা সকলকে অনুদানের অর্থ সঠিকভাবে কাজে লাগানোর আহ্বান জানিয়ে প্রধান অতিথিসহ সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লে...
নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় আগুনে সব হারিয়ে যখন দিশেহারা কৃষক আব...
নিউজ ডেস্কঃ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার ইলিয়টগঞ্জের ত...
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর উপজেলার জগতলা সিদ্দিকীয়...
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রাম ...

মন্তব্য (০)