ছবিঃ সিএনআই
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জলাতঙ্ক প্রতিরোধক ভ্যাকসিনের তীব্র সংকট সৃষ্টি হয়েছে। গত কয়েক মাস যাবৎ এ সংকট দেখা দিলেও সমাধানে নেই কোন উদ্যোগ। টাকা দিয়েও উপজেলার কোন ফার্মেসীতে মিলছে না এই ভ্যাকসিন। এতে করে এই উপজেলার মানুষদের মাঝে সৃষ্টি হয়েছে আতঙ্ক আর হতাশা।
স্থানীয়রা জানান, কুকুর বা বিড়ালের কামড়ের পর দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে হাসপাতাল কর্তৃপক্ষ সাফ জানিয়ে দিচ্ছেন তাদের কাছে কোন অ্যান্টি র্যাবিস ভ্যাকসিন নেই। তারা প্রেসক্রিপসন করে বলে দিচ্ছেন বাইরের ফার্মেসী থেকে কিনে নিতে। কিন্তু বাইরের ফার্সেসীর কোন দোকনেই পাওয়া যাচ্ছে না ভ্যাকসিন। ফার্মেসী থেকে বলা হচ্ছে কোম্পানীর সাপ্লাই নেই। এমন পরিস্থিতিতে আতংক আর উৎকন্ঠায় রয়েছে কুকুর বিড়ালে কামড়ানো ব্যক্তিরা।
ভুক্তভোগী জুয়েল নামের এক অভিভাবক জানান, গত সপ্তাহে আমার পাঁচ বছরের মেয়েকে কুকুর কামড় দিয়েছিল। আমি সঙ্গে সঙ্গে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে বিষয়টি জানাই। তারা জানালো তাদের কাছে কোন অ্যান্টি র্যাবিস ভ্যাকসিন নেই। সমস্ত চাটমোহর উপজেলায় হন্য হয়ে ফার্মেসীতে ভ্যাকসিন খুজেছি একটি ভ্যাকসিনও পাইনি। পরে আমার এক আত্মীয়র মাধ্যমে নাটোর জেলার গুরুদাসপুর থেকে চারটি ভ্যাকসিন নিয়ে এসেছি।
অপর এক অভিভাবক জানান, আমার মেয়েকে গত পাঁচ দিন আগে বিড়াল কামড়িয়েছে। সমস্ত চাটমোহর উপজেলা সহ পাবনা শহরেও খুজেছি, তবুও কোথাও একপিচ ভ্যাকসিন পাইনি। আমি বর্তমানে মেয়েকে নিয়ে চরম আতঙ্কে আছি।
এ বিষয়ে পলাশ ফার্মেসীর মালিক মাহবুবুল আলম জানান, বেশ কিছুদিন ধরে কোন কোম্পানী অ্যান্টি র্যাবিস ভ্যাকসিন সাপ্লাই দিচ্ছে না। অনেক মানুষকে আমরা এই ভ্যাকসিন দিতে পারছি না। তাই তারা হতাশ হয়ে ফিরে যাচ্ছে।
এ বিষয়ে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক (আরএমও) ডাঃ মোঃ হুমায়ূন কবির বলেন, আমাদের স্বাস্থ্য কমপ্লেক্সে বর্তমানে কোন অ্যান্টি র্যাবিস ভ্যাকসিন নেই। কিছুদিন আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা মহদ্বয় ৩’শ পিচ পৌরসভার মাধ্যমে আমাদের স্বাস্থ্য কমপ্লেক্সে দিয়েছিলেন। সে ভ্যাকসিন গুলোও শেষ হয়ে গেছে। তবে যতটুকু জানতে পেরেছি খুব শীঘ্রই স্যার স্বাস্থ্য কমপ্লেক্সে ভ্যাকসিন সরবরাহের ব্যবস্থা করবেন। খুব দ্রুতই এই সমস্যা সমাধান হবে বলে মনে করছি।
নিউজ ডেস্কঃ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার ইলিয়টগঞ্জের ত...
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর উপজেলার জগতলা সিদ্দিকীয়...
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রাম ...
বগুড়া প্রতিনিধি: বগুড়ায় বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারী...
দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের নবাবগঞ্জে একজন বাক প্রতিবন্ধী...

মন্তব্য (০)