ছবিঃ সংগৃহীত
বিনোদন ডেস্ক : ছোটপর্দার দর্শকপ্রিয় অভিনেতা ইরফান সাজ্জাদ। আজ তার জন্মদিন। এ উপলক্ষ্যে সহকর্মী থেকে শুরু করে ভক্ত-শুভানুধ্যায়ীদের শুভেচ্ছাবার্তায় সিক্ত হচ্ছেন ইরফান। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেতাকে শুভেচ্ছা জানাচ্ছেন। তবে এর ফাঁকে বিশেষভাবে সবার নজর কেড়েছে অভিনেত্রী কেয়া পায়েলের এক ফেসবুক পোস্ট।
ইরফান সাজ্জাদকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে দুজনের একটি ছবি ফেসবুকে শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, ‘শুভ জন্মদিন আমার এক্স বয়ফ্রেন্ড।’ ওই পোস্টের নিচে আরেক অভিনেতা খায়রুল বাসারের মন্তব্য, ‘মেহরিন, তোমার এক্সকে শুভ জন্মদিনে ইউশ করছ ভালো, কিন্তু এসব ছবি যেন আমার সামনে আর না আসে।’ অভিনয়শিল্পীদের এমন খুনসুটি মন্তব্যের ঘরে জল্পনা ও হাস্যরসের জন্ম দিয়েছে।
অনেকেই আবার বিষয়টি নিয়ে বেশ কৌতূহলী। তবে এখানে আসলে সবকিছুই হয়েছে মজার ছলে। মূলত সময়ের আলোচিত ধারাবাহিক নাটক ‘এটা আমাদেরই গল্প’–এ অভিনয় করেছেন এই তিন অভিনয়শিল্পী। সেখানে ইরফান সাজ্জাদের চরিত্রের নাম ফাহাদ, কেয়া পায়েলের চরিত্রের নাম মেহরিন এবং খায়রুল বাসারের চরিত্রের নাম সামির।
গল্পে দেখা যাবে, সামির (খায়রুল বাসার) হঠাৎ করেই একদিন মেহরিনকে (কেয়া পায়েল) বিয়ে করে বাসায় নিয়ে আসে। ঘটনাক্রমে একসময় জানা যায়, সামিরের বড় ভাই ফাহাদের (ইরফান সাজ্জাদ) একসময়ের প্রেমিকা ছিল মেহরিন। সেটাই মজা করে ফেসবুকে লিখেছেন কেয়া পায়েল।
পায়েলের পর ইরফান সাজ্জাদ ও অভিনেত্রীর একসঙ্গে আরেকটি ছবি পোস্ট করেন খায়রুল বাসার। ক্যাপশনে লেখেন, ‘শুভ জন্মদিন, লোভী ঘরজামাই ফাহাদ ভাই (ইরফান সাজ্জাদ)। মেহরিন (কেয়া পায়েল), এমন ছবি যেন আমার সামনে আর না আসে।’ সেই পোস্টে ইরফান সাজ্জাদ মজার ছলে মন্তব্য করেন, ‘তীব্র প্রতিবাদ জানাই।’
গত ৫ নভেম্বর থেকে প্রচারিত হচ্ছে ধারাবাহিক নাটক ‘এটা আমাদেরই গল্প’। এটি পরিচালনা করেছেন মোস্তফা কামাল রাজ। মূলত বর্তমান সময়ের একটি পরিবারের গল্প নিয়েই নাটকটির কাহিনি আবর্তিত হয়েছে। এতে আরো অভিনয় করেছেন নাদের চৌধুরী, মনিরা মিঠু, ইন্তেখাব দিনার, সুনেরাহ বিনতে কামাল, দীপা খন্দকারসহ আরো অনেকে।
বিনোদন ডেস্ক : দেশের গণ্ডি পেরিয়ে এবার আন্তর্জাতিক অঙ্গনে বা...
বিনোদন ডেস্ক : ঢালিউড অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা বর্তমানে পবিত্র নগ...
বিনোদন ডেস্ক : ছোট পর্দার বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় ও আলোচিত জুটি আ...
বিনোদন ডেস্ক : ভারতীয় চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা আশিস বিদ্যার্থী। দক্ষ...
বিনোদন ডেস্ক : ভারতীয় রিয়েলিটি শো বিগ বস-১৯-এ তৃতীয় রানার-আপ হন তানিয়া ম...

মন্তব্য (০)