ছবিঃ সিএনআই
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার রাজিবপুর ইউনিয়নে শীতার্ত, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শীতের তীব্রতা বৃদ্ধির ফলে দরিদ্র ও নিম্নআয়ের মানুষের দুর্ভোগ লাঘবে মানবিক এই উদ্যোগ গ্রহণ করা হয়।
শনিবার (২০ ডিসেম্বর) সকাল ১০টায় ঈশ্বরগঞ্জ উপজেলার রাজিবপুর ইউনিয়নে নিজ বাসভবনে এ শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের আয়োজন করেন ঈশ্বরগঞ্জ উপজেলার কৃতি সন্তান, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও ক্রীড়ানুরাগী এবং উত্তরাস্থ ঈশ্বরগঞ্জ ফোরাম ঢাকা’র সভাপতি মজিবুর রহমান।
এ সময় রাজিবপুর ইউনিয়নের সহস্রাধিক শীতার্ত, দুস্থ ও নিম্নআয়ের মানুষের মাঝে কম্বলসহ প্রয়োজনীয় শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে অনেকেই বলেন, প্রচণ্ড শীতে এই সহায়তা তাদের জন্য বড় আশীর্বাদ হয়ে এসেছে।
রাজিবপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের সভাপতি মোশারফ হোসেন তালুকদার এবং সাধারণ সম্পাদক হারুন অর রশিদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরাস্থ ঈশ্বরগঞ্জ ফোরাম ঢাকা’র সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক এনামুল হক ভূঁইয়া, সহ-সাধারণ সম্পাদক ও ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের নেতা আমির হামজা নাজিম, ঈশ্বরগঞ্জ উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আক্তার, রাজিবপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাসিম উদ্দিন, রাজিবপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মিজানুর রহমানসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মজিবুর রহমান বলেন, শীত মৌসুমে সমাজের অসহায় মানুষ চরম কষ্টের মধ্যে দিন কাটায়। তাদের কষ্ট কিছুটা হলেও লাঘব করার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। সামান্য এই সহযোগিতার মাধ্যমে যদি কারও কষ্ট কমে, সেটাই আমাদের সার্থকতা। ভবিষ্যতেও মানবিক ও সামাজিক কর্মকাণ্ড অব্যাহত থাকবে।
স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ তাদের বক্তব্যে বলেন, শীতের সময় দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো সমাজের বিত্তবানদের নৈতিক দায়িত্ব। এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে সহমর্মিতা, মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধি করে এবং অন্যদেরও উদ্বুদ্ধ করে।
জামালপুর প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জের সাতানীপাড়া সীমান্ত থেকে ১৮ হাজার ভ...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : বাংলাদেশ হ...
জামালপুর প্রতিনিধি : জামালপুরে বিভিন্ন স্থানে ইনকিলাব মঞ্চের...
মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়া উপ&zw...
ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের...

মন্তব্য (০)