• সমগ্র বাংলা

মা‌নিকগ‌ঞ্জে ফ্রি মে‌ডি‌কেল ক্যাম্পে সেবা নিলেন ৩ হাজার রোগী

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটু‌রিয়া উপ‌জেলায় মুন্নু ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা নিলেন ৩ হাজার রোগী। 

সাটু‌রিয়া উপজেলার পশ্চিম কাওন্নারা গ্রামে সাটুরিয়া ইউনাইটেড মডেল স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প। মুন্নু ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর উদ্যোগে এবং মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালের বাস্তবায়নে শনিবার (২০ ডি‌সেম্বর) দিন ব‌্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে ৩ হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়।

মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. জুলফিকার আহমেদ আমিন জানায়, মানিকগঞ্জের সাধারণ মানুষ যারা দূরত্ব কিংবা আর্থিক সমস্যার কারণে ভালো চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন, তাদের দোরগোড়ায় আমরা চি‌কিৎসা সেবা পৌঁছে দিচ্ছি। সারাবছর জুড়ে এই ফ্রি মেডিকেল ক্যাম্প চলমান থাকবে। ফ্রি মেডিকেল ক্যাম্পে অসহায় রোগীদের বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ সরবরাহ ছাড়াও ইসিজি, ডায়াবেটিসসহ নানান পরীক্ষা নিরীক্ষা করা হয়। মেডিসিন, সার্জারি, গাইনি অ্যান্ড অবস্, অর্থোপেডিক্স, কার্ডিওলজি, ইএনটি, ডেন্টাল, স্কিন, চক্ষু ও শিশু নবজাতকসহ মোট ১০টি বিভাগের চিকিৎসকরা সেবা প্রদান ক‌রেন। 

ফ্রি স্বাস্থ্যসেবার উদ্যোগে স্থানীয়দের মাঝে আনন্দ ও কৃতজ্ঞতার সুর দেখা যায়। অনেকে বলেন, চিকিৎসা তাদের হাতের নাগালে পৌঁছে দেওয়ায় তারা উপকৃত হয়েছেন।

মন্তব্য (০)





  • company_logo