• সমগ্র বাংলা

ভারতের পাচারের স্বীকার ২৪ বাংলাদেশীকে বেনাপোলে হস্তান্তর

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বেনাপোল প্রতিনিধি : বেনাপোল আর্ন্তজাতিক চেকপোস্ট দিয়ে ট্রাভেল পারমিটের মাধ্যমে স্বদেশে ফিরে এসেছে তামিলনাড়ুর সালেম স্পেশাল ক্যাম্প থেকে মুক্তিপ্রাপ্ত শিশুসহ ২৪ জন বাংলাদেশী নারী-পুরুষ। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার সময় তাদেরকে ভারতের বনগাঁ থানার পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর করেন।

ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে ভারতের তামিলনাড়ু রাজ্যের সালেম জেলার আত্তুর স্পেশাল ক্যাম্পে আটক থাকা ২৪ জন বাংলাদেশী নাগরিককে মুক্তির পর দু’দেশের স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া ট্রাভেল পারমিটের মাধ্যমে ফেরত দেওয়া হয়েছে।

গত ১৬ ডিসেম্বর ২০২৫ তারিখে সালেম জেলা কালেক্টর ড. আর. বৃন্দা দেবী, আই.এ.এস.-এর কার্যালয় থেকে আদেশনামায় এই ২৪ জনকে দ্রুত ভারত থেকে বাংলাদেশে ফেরত পাঠানোর কথা বলা হয়। দীর্ঘ প্রতিক্ষার পরে যারা স্বদেশে ফেরত এলেন- তাদের মধ্যে ৭জন নারী, ৫জন শিশু ও ১২ জন পুরুষ রয়েছে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) এস এম সাখাওয়াত হোসেন জানান, অবৈধভাবে ভারতে অবস্থান করার দায়ে ভারতীয় পুলিশ তাদের আটক করে। পরবর্তীতে দুই দেশের মধ্যে যোগাযোগের মাধ্যমে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই শেষে ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদের দেশে ফেরত পাঠানো হয়। কাগজপত্র যাচাই শেষে তাদের আইনি প্রক্রিয়া সম্পন্নের জন্য বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করে।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফ জানায়, থানা পুলিশের আইনগত কার্যক্রম শেষে তাদেরকে নিজ নিজ পরিবারের কাছে পৌঁছে দেওয়ার জন্য যশোরের ‘জাস্টিস অ্যান্ড কেয়ার’ নামে একটি মানবাধিকার সংস্থার কাছে হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে জাস্টিস অ্যান্ড কেয়ার-যশোরের ফিল্ড ফেসিলেটেটর শফিকুল ইসলাম জানান, বেনাপোল পোর্ট থানা থেকে ফেরত আসাদের গ্রহণ পূর্বক তাদের পরিবারের কাছে পৌঁছে দেওয়ার কার্যক্রম চলমান রয়েছে। এদের মধ্যে অধিকাংশরা স্বামী-স্ত্রী ও সন্তান নিয়ে আছেন। একজনের বাড়ি কুমিল্লা, একজন ঢাকার এবং বাকিরা সবাই বাগেরহাট জেলার বিভিন্ন অঞ্চলের।

মন্তব্য (০)





image

হাদির মৃত্যুর খবরে জামালপুরে বিক্ষোভ

জামালপুর প্রতিনিধি : ইনকিলাব মঞ্চের মুখপাত্র আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির মৃত...

image

নারায়ণগঞ্জে ফুফুর বাড়ীতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে দ...

নারায়ণগঞ্জ প্রতিনিধি :নারায়ণগঞ্জের বন্দরে ফুফু'র বাড়িতে বেড়াতে এসে পুকুরে...

image

বগুড়ায় নানা আয়োজনে আন্তর্জাতিক অভিবাসী এবং জাতীয় প্রব...

বগুড়া প্রতিনিধি : 'দক্ষতা নিয়ে যাব বিদেশ, রেমিট্যান্স দিয়ে গড়ব স্...

image

পঞ্চগড়ে আখ ক্ষেত থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ে আখ ক্ষেত থেকে এক ব্যক্তির (৪০) অ...

image

ফেনীতে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২'গ্রেফতার ১২

ফেনী প্রতিনিধি : ফেনীতে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-...

  • company_logo