ছবিঃ সিএনআই
বগুড়া প্রতিনিধি : 'দক্ষতা নিয়ে যাব বিদেশ, রেমিট্যান্স দিয়ে গড়ব স্বদেশ' প্রতিপাদ্যতে নানা আয়োজনের পালিত হয়েছে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস। জেলা প্রশাসন, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, প্রবাসী কল্যাণ সেন্টার এবং প্রবাসী কল্যাণ ব্যাংকের আয়োজনে বৃহস্পতিবার সকালে দিবসটি উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালী জেলা প্রশাসক কার্যালয় থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
র্যালিতে জেলা প্রশাসকের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পি.এম ইমরুল কায়েস।
র্যালি পরবর্তী দিবসটির তাৎপর্য তুলে ধরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী এসএম ইমদাদুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবাউল করিম এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সিভিল সার্জন ডা: খুরশিদ আলম।
সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক অমিত সরকার। রাশেদুল হাসান শাহিনের উপস্থাপনায় সভায় বক্তারা দেশের উন্নয়নে রেমিট্যান্সের গুরুত্ব, দক্ষতা প্রশিক্ষণ এবং সেবা সহজীকরণের মাধ্যমে প্রবাসগামী কর্মীদের প্রতি যত্নশীল হওয়ার আহ্বান জানান। দিবসটি উপলক্ষ্যে একই দিন টিটিসি খেলার মাঠে চাকুরি মেলা অনুষ্ঠিত হয় যেখানে ১৩ টি স্টল এর মাধ্যমে দিনব্যাপী নানা সেবা প্রদান করা হয়।
জামালপুর প্রতিনিধি : ইনকিলাব মঞ্চের মুখপাত্র আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির মৃত...
বেনাপোল প্রতিনিধি : বেনাপোল আর্ন্তজাতিক চেকপোস্ট দিয়ে ট্রাভেল পারমিটের মাধ্যম...
নারায়ণগঞ্জ প্রতিনিধি :নারায়ণগঞ্জের বন্দরে ফুফু'র বাড়িতে বেড়াতে এসে পুকুরে...
পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ে আখ ক্ষেত থেকে এক ব্যক্তির (৪০) অ...
ফেনী প্রতিনিধি : ফেনীতে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-...

মন্তব্য (০)