• সমগ্র বাংলা

পাবনায় নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

পাবনা প্রতিনিধিঃ পাবনার ভাঙ্গুড়ায় চিরকুট লিখে নিখোঁজ হওয়া জিয়াউর রহমান জিয়া (৪৮) নামের এক টেইলার্স মাষ্টারের লাশ রেললাইনের ওপর থেকে উদ্ধার করা হয়েছে। 

বৃহস্পতিবার (২০ নভেম্বর) ভোরে পরিবারের কাছে খবর আসে বুধবার সন্ধ্যায় ঈশ্বরদী-ঢাকা রেলপথের আটঘরিয়া উপজেলার রোকনপুর ৯ নম্বর রেলব্রিজ এলাকা থেকে ট্রেনে কাটা অবস্থায় তার লাশ উদ্ধার করেছে সিরাজগঞ্জ জিআরপি পুলিশ। খবর পেয়েই স্বজনরা সেখানে ছুটে গিয়ে লাশ শনাক্ত করেন।

নিহত জিয়াউর রহমান ভাঙ্গুড়া বাজারের সেঞ্চুরি টেইলার্সের মালিক ও পৌর শহরের উত্তর সারুটিয়া বাঁধপাড়া এলাকার শাহজাহান আলীর ছেলে।

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শফিকুল ইসলাম লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত বুধবার দুপুর আড়াইটার দিকে নিজের ব্যবসা প্রতিষ্ঠান থেকে টেইলার্স (দর্জি) মাস্টার জিয়া নিখোঁজ হন। নিখোঁজের আগে তিনি একটি চিরকুটে লেখেন- "দোকান ও সংসার আর চালাইতে পারলাম না, তাই দুনিয়া ত্যাগ থেকে আজ বিদায় হইলাম, আমার জীবনের জন্য কেউ দায়ী নয়।" এরপর থেকে পরিবারের লোকজন তাকে আর কোথাও খুঁজে না পেয়ে ভাঙ্গুড়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

নিহত জিয়ার ছোট ছেলে ইজাজ হোসেন বলেন, বুধবার দুপুরে বাড়ি থেকে খাবার নিয়ে গিয়ে দেখি দোকানে আমার বাবা নেই। এ সময় টেবিলের ওপর দোকানের অর্ডার খাতার উপর বাবার লেখা ওই চিরকুটটি দেখতে পাই।

পরে অনেক খোঁজাখুঁজি করেও কোথাও বাবাকে পাওয়া যায়নি। আজ ভোরে খবর আসে বুধবার সন্ধ্যায় তিনি ট্রেনে কাটা পড়ে মারা গেছেন।

এ বিষয়ে সিরাজগঞ্জ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ দুলাল উদ্দিন জানান, ওই লোকটি বুধবার সন্ধ্যায় রেললাইনের ওপর দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় পিছন দিক থেকে ট্রেন এলে তিনি কাটা পড়েন। এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে ও পা কাটা পড়ে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

মন্তব্য (০)





image

বিরল রোগে আক্রান্ত রাণীনগরের দিনমজুর লালমন, অর্থাভাবে মিল...

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরের দিনমজুর বাকপ্রতিবন্ধী লালম...

image

আল্লাহ‌কে নি‌য়ে কটু‌ক্তি মা‌নিকগ‌ঞ্জে বাউল শিল্পী আবুল সর...

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের ঘিওর উপজেলায় এক গানের আসরে ইসলাম ধর্ম...

image

কেরানীহাট প্রগতিশীল ব্যবসায়ী সমবায় সমিতির অভিষেক

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : কেরা...

image

প্রথমবারেই বাজিমাত হরিশপুরা কামাল হোসেন কলেজ

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লা জেলার বরুড়া উপজেলার শিক্ষাঙ্গন...

image

ঈশ্বরগঞ্জে ইয়াবাসহ যুবলীগ নেতাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের...

  • company_logo