ছবিঃ সিএনআই
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে হুমায়ুন কবির নামে এক ব্যবসায়ীর গোডাউনে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল ১১টার দিকে শ্রীপুর পৌরসভার উজিলাব গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগীর ছোট ভাই মোঃ মাসুম বাদী হয়ে শ্রীপুর মডেল থানায় এ বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযুক্তরা হলো, শ্রীপুর পৌরসভার উজিলাব গ্রামের মৃত নোয়াব আলীর ছেলে মোঃ জাহিদুল কবির ভাঙ্গী (৪৫), আলিম উদ্দিন মুক্তারের ছেলে মোশারফ হোসেন (৩৭), মোঃ হাবি (৪৫) সহ আরও ৪–৫ জনকে অজ্ঞাত করে অভিযোগ দায়ের করা হয়েছে।
থানায় দেয়া অভিযোগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ১১টার দিকে বিবাদীরা দলবল নিয়ে গোডাউনে এসে তালা ভেঙে ভাঙচুর চালায়। এতে প্রায় ৬ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়। এছাড়া তারা গোডাউন থেকে দুটি অটোরিকশা (মূল্য প্রায় ৪ লক্ষ টাকা), একটি মোটরসাইকেল (মূল্য ২ লক্ষ টাকা) লুট করে নিয়ে যায় এবং গোডাউনে আরেকটি তালা লাগিয়ে চলে যায়।
ঘটনার পর হুমায়ুন কবির জাতীয় জরুরি সেবা ৯৯৯–এ ফোন করলে শ্রীপুর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পরিদর্শন করে।
এই বিষয়ে জানতে জাহিদুল কবির ভাঙ্গীর বাড়িতে যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি—ফলে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
শ্রীপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান বলেন, ঘটনাটি তদন্তের জন্য অভিযোগ গ্রহণ করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরের দিনমজুর বাকপ্রতিবন্ধী লালম...
মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের ঘিওর উপজেলায় এক গানের আসরে ইসলাম ধর্ম...
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : কেরা...
কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লা জেলার বরুড়া উপজেলার শিক্ষাঙ্গন...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের...

মন্তব্য (০)