• সমগ্র বাংলা

বগুড়ায় ছাত্রদলের উদ্যোগে কুরআন খতম, দোয়া মাহফিল ও শিক্ষা উপকরণ বিতরণ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বগুড়া প্রতিনিধি : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মবার্ষিকী উপলক্ষে বগুড়ায় জেলা ছাত্রদলের উদ্যোগে বৃহস্পতিবার বাদ যোহর শহরের তিনমাথা তালিমুল কুরআন সিরাজুদ্দিন হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পরে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মোশারফ হোসেন। এসময় তিনি বলেন, তাদের অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে কোন বৃহৎ আয়োজন না করার বিষয়ে তিনি কঠোরভাবে নির্দেশনা দিয়েছেন। তাই জাঁকজমক আয়োজনকে পরিহার করে তার জন্মবার্ষিকী উপলক্ষে বগুড়া জেলা ছাত্রদল তারেক রহমান ও তার পুরো পরিবারের সুস্থতা কামনা করে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করেছে। এছাড়াও ছোট্ট শিশুদের দিয়ে কোরআন খতম সম্পন্ন হয়েছে। পাশাপাশি তাদের মাঝে বিতরণ করা হয়েছে শিক্ষা উপকরণ। ছাত্রদলের এমন উদ্যোগে সন্তুষ্টি প্রকাশ করেন তিনি।

বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ তাহাউদ্দিন নাহিন, সাংগঠনিক সম্পাদক যথাক্রমে শহীদ উন নবী সলাম ও খায়রুল বাশার, জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম এবং সাধারণ সম্পাদক আবু হাসান।

এছাড়াও অন্যান্যদের মাঝে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহর ছাত্রদলের সভাপতি এসএস রাঙ্গা, সাধারণ সম্পাদক আতিকুর রহমান রিমন, আজিজুল হক কলেজ ছাত্রদলের আহ্বায়ক রাজিবুল ইসলাম শাকিল, যুগ্ম আহ্বায়ক আতিকুল ইসলাম বিপ্লব, শাহ সুলতান কলেজ ছাত্রদলের আহ্বায়ক হীরা, সদস্য সচিব সোহাগ হোসেনসহ সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

দোয়া মাহফিলে তারেক রহমানের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে শিক্ষার্থীদের মাঝে খাতা, কলমসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করেন অতিথিরা।

মন্তব্য (০)





image

বিরল রোগে আক্রান্ত রাণীনগরের দিনমজুর লালমন, অর্থাভাবে মিল...

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরের দিনমজুর বাকপ্রতিবন্ধী লালম...

image

আল্লাহ‌কে নি‌য়ে কটু‌ক্তি মা‌নিকগ‌ঞ্জে বাউল শিল্পী আবুল সর...

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের ঘিওর উপজেলায় এক গানের আসরে ইসলাম ধর্ম...

image

কেরানীহাট প্রগতিশীল ব্যবসায়ী সমবায় সমিতির অভিষেক

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : কেরা...

image

প্রথমবারেই বাজিমাত হরিশপুরা কামাল হোসেন কলেজ

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লা জেলার বরুড়া উপজেলার শিক্ষাঙ্গন...

image

ঈশ্বরগঞ্জে ইয়াবাসহ যুবলীগ নেতাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের...

  • company_logo