
ছবিঃ সিএনআই
গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নের পূর্ব গোলখালী গ্রামের ৪ নম্বর ওয়ার্ডেতানজিলা (২৫) এর পরিবার মানবেতর জীবনযাপন করছে। অন্যের জমিতে আশ্রিত থেকে চলছে তাদের বসবাস।
জানা যায়, গোলখালী ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের মাসুদ তালুকদারের স্ত্রী মোসা. তানজিলা। তার পরিবারের সদস্য সংখ্যা ৪ জন। মোসা. তানজিলা মানুষের বাড়িতে বাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি তার স্বামী। আর সেই স্বামী অসুস্থ থাকায় তার চিকিৎসা করাতে গিয়ে অসহায় হয়ে পড়েছে পরিবারটি। স্বামী পুরোপুরি সুস্থ না হয়ে ওঠায় এখন নিজেকেই পরিশ্রম করে সংসার চালাতে হিমশিম খাচ্ছে মোসা. তানজিলা। তারা থাকেন অন্যের জমিতে জরার্জর্ণ একটি ঘরে। অভাবের সংসারে এখন দিশেহারা মোসা. তানজিলা। জায়গা কিনে নতুন ঘর তুলবেন সেই সামর্থ্য নেই পরিবারটির। এ বিষয়ে তানজিলা জানান, আমার জন্মের পরেই দরিদ্র পরিবারে হাতাশা লেগে রয়েছে। বাবা ছোট বেলায়ই মারা যান। মা অনেক কষ্ট করে বিবাহ দিয়েছিল। স্বামীও দীর্ঘদিন অসুস্থ থাকায় বর্তমানে আমরা অসহায় দিন যাপন করছি। আমাকে ধরতে হয় সংসারের হাল। থাকি একটি জরাজীর্ণ ঘরে। আমরা অনেক আগে থেকে স্বপ্ন দেখছি কবে নিজেদের একটু জায়গা এবং নতুন ঘর হবে। আমার নেই কোন জায়গা জমি, নেই কোন ঘর। তিনি আরও বলেন, সরাকারিভাবে আমি একটি ঘর পেলে বাকি জীবনটা সুখে কাটাতে পারতাম। ভাংগা ঘরে আর থাকতে হবে না। এ বিষয়ে গোলখালী ইউনিয়নের মেম্বর মো. বাবুল ফকির বলেন, আসলেই তানজিলা অসহায় ও মানবেতর জীবন যাপন করছেন। সরকারীভাবে তারা একটি ঘর পেলে পরিবারটির অনেক উপকার হত। গোলখালী ইউনিয়ন পরিষদের প্রশাসক ও পরিসংখ্যান অফিসার মো. মাসুদ রানা বলেন, অসহায় পরিবার হলে বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হবে।
নিজস্ব প্রতিবেদকঃ র্যাব-১৩ এর অভিযানে রংপুরের বদরগঞ্জে...
গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর গ...
ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে বিএনপির সম্মেলন শেষে মাঠে ...
কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লা জেলা বরুড়া উপজেলার হরুয়া জমিদা...
বেনাপোল প্রতিনিধি : যশোরের বেনাপোলে মাকে মেরে ৭ম শ্রেনীর এক ছাত্রীকে স্কুলের ...
মন্তব্য (০)