
ছবিঃ সংগৃহীত
বেনাপোল প্রতিনিধি : যশোরের বেনাপোলে মাকে মেরে ৭ম শ্রেনীর এক ছাত্রীকে স্কুলের সামনে থেকে অস্ত্র ঠেকিয়ে ফিল্ম স্টাইলে অপহরন করেছে দূর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে সোমবার বেলা সাড়ে ১২টার সময় বেনাপোল কাগমারি কিন্ডার গার্ডেন স্কুলের সামনে। এ ঘটনায় অপহরনকারী দূর্বৃত্তদের বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় অভিযোগ হলেও গত ২ দিনে অপহৃত ঐ ছাত্রীকে উদ্ধার করতে পারেনি পোর্ট থানা পুলিশ।
অভিযোগে জানা গেছে, শার্শা উপজেলার বেনাপোল পোর্ট থানার কাগমারী গ্রামের জাহিদ হোসেনর মেয়ে জাকিয়া পারভীন (১৫) একই গ্রামের কাগমারী কিন্ডার গার্ডেন স্কুলের ৭ম শ্রেনীতে লেখাপড়া করে। স্কুলে এখন অর্ধবার্ষিকী পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
পরীক্ষা শেষে জাকিয়ার মা শিখা খাতুন (৩৬) স্কুল থেকে তার মেয়েকে নিয়ে বাড়িতে ফিরছিল। এমন সময় বেনাপোল দিঘীরপাড় গ্রামের সেলিম হোসেনের ছেলে সুমন হোসেন (২২), তার বন্ধু কাগমারী গ্রামের হাবুর ছেলে জিসান (২২) ও ভবেরবেড় গ্রামের নাইমুর (২৬)সহ আরও ১০/১২জন দূর্বৃত্ত ৪/৫টি মোটরসাইকেল ও একটি সাদা রংয়ের প্রাইভেটকার নিয়ে শিখা খাতুন ও তার মেয়ে জাকিয়ার পথ রোধ করে। এসময় জিসান ও নাইমুর শিখা খাতুনকে বেদম ভাবে মারপিট করে। তখন সুমন হোসেন অস্ত্রের মুখে জাকিয়াকে জোর করে প্রাইভেটকারে তুলে অপহরন করে নিয়ে যায়। এসময় শিখা খাতুনের ডাক চিৎকারে এলাকার লোকজন ছুটে আসলে দূর্বৃত্তরা জাকিয়াকে নিয়ে পালিয়ে যায়।
ঘটনার পর জাকিয়ার মা শিখা খাতুন ৩ জনের নামে বেনাপোল পোর্ট থানায় অভিযোগ করেছে। তবে ঘটনার ২দিন পর হলেও বেনাপোল পোর্ট থানা পুলিশ জাকিয়াকে উদ্ধার করতে পারেনি। আটক করতে পারেনি দূর্বৃত্তদের কাউকে।
এ ব্যাপারে জানতে চাইলে অপহৃত জাকিয়ার পিতা জাহিদ হোসেন জানান, বখাটে সুমন, জিসান ও নাইমুর নামে ৩ জনসহ অজ্ঞাত আরও ১০/১২জন দূর্বৃত্ত সোমবার স্কুল থেকে পরীক্ষা দিয়ে বাড়িতে আসার পথে অস্ত্রের মুখে তার মেয়েকে অপহরন করে নিয়ে গেছে। এ ঘটনায় তার তিনি বেনাপোল পোর্ট থানায় একটি অভিযোগ দায়ের করলেও পুলিশ এখনও কোন ব্যবস্থা নেয়নি। তার মেয়েকে উদ্ধার করেনি। অপরাধীদের ধরতে পারেনি। তিনি বলেন এর আগেও ঐ সুমন তার মেয়েকে উঠিয়ে নিয়ে গিয়েছিল। তারপর শার্শা পাইলট স্কুল থেকে তার মেয়েকে গ্রামের স্কুলে ভর্তি করেন। এরপর সোমবার আবারো সুমন তার মেয়েকে উঠিয়ে নিয়ে গেছে।
এ ব্যাপারে জানতে চাইলে কাগমারি কিন্ডার গার্ডেন স্কুলের প্রধান শিক্ষক নাসির উদ্দিন জানান, পরীক্ষা শেষ হলে জাকিয়ার মা শিখা খাতুন তার মেয়েকে নিয়ে বাড়ি ফিরছিল। এমন সময় দূর্বৃত্তরা অস্ত্র ঠেকিয়ে ও শিখা খাতুনকে মেরে তার মেয়েকে অপহরন করে নিয়ে গেছে। তিনি এ বিষয়ে প্রশাসনের প্রতি জাকিয়াকে উদ্ধারের জন্য জোর দাবী জানিয়েছেন।
এ ব্যাপারে জানতে চাইলে বেনাপোল পোর্ট থানার অফিসার ইন চার্জ (ওসি) রাসেল মিয়া জানান, কাগমারি গ্রামে স্কুল ছাত্রীকে উঠিয়ে নেওয়ার ঘটনায় থানায় অভিযোগ হয়েছে। পুলিশ অভিযোগের ভিত্তিতে অপরাধীদের ধরতে ও অপহৃত মেয়েটিকে উদ্ধারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
নিজস্ব প্রতিবেদকঃ র্যাব-১৩ এর অভিযানে রংপুরের বদরগঞ্জে...
গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর গ...
গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর গ...
ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে বিএনপির সম্মেলন শেষে মাঠে ...
কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লা জেলা বরুড়া উপজেলার হরুয়া জমিদা...
মন্তব্য (০)