• প্রশাসন

দালালদের সতর্ক করলেন লালমাই থানার নবগত ওসি শহিদুল ইসলাম

  • প্রশাসন

ছবিঃ সিএনআই

কুমিল্লা প্রতিনিধিঃ কুমিল্লা জেলার অর্ন্তগত একটি অন্যতম উপজেলা লালমাই।   লালমাই ৯টি ইউনিয়ন নিয়ে গঠিত, এখানে জনসংখ্যা প্রায় ৩ লক্ষাধিক। দীর্ঘ সময় ধরে উপজেলার বিভিন্ন দপ্তরের কার্যক্রম ভাড়া বাসায় চালু থাকলেও বর্তমানে সরকারি ভবনে উঠে পরেছেন অনেক দপ্তর। নিয়মিত তাদের কার্যক্রমও পরিচালিত হচ্ছে।  লালমাই থানারও নেই নিজেস্ব কোন ভবন। ভাড়া বাসায় কার্যক্রম পরিচালিত হচ্ছে। গত বছরের ৫ই আগষ্ট ছাত্র জনতার তোপের মুখে আওয়ামীলীগ সরকার পতনের পর থেকে সুর পাল্টে বিভিন্ন দলের নাম ভাঙ্গিয়ে থানার সামনে কিংবা ভিতরে প্রতিনিয়ত দেখা মিলে দালালদের। যাদের অনেকেই তকদির বানিজ্য থেকে শুরু করে অসহায় মানুষদের সর্বশান্ত করেছে বলেও শুনা যায়। এইবার এই সমস্ত দালালদের রুখে দিতে নতুন করে পদক্ষেপ গ্রহন করেছেন লালমাই থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম। 

আর তাই থানার প্রবেশ মুখে কিংবা থানার ভেতরে ঝুলিয়ে দিয়েছেন বিভিন্ন সতর্ক বানী। যা দেখে সোসাল মিডিয়াতে তোলপাড় শুরু করে দিয়েছেন অনেকেই। কেউ কেউ লিখছেন এইবার দালালদের ভাত মরলো বুঝি। কেউবা আবার দালাল মুক্ত থানা লেখে পোষ্টও করেছেন।

শাহ আলম নামক বাগমারা বাজারের একজন ব্যবসায়ী বলেন, থানার দিকে যেতেই মনে হয় বাজার জমেছে৷ থানার ভিতরে বাহিরে সব সময় শুধু দরবার আর দরবার এই অবস্থা দেখে আমি নিজেও হতাশ হয়েছিলাম। তবে, এইবার ওসি সাহেব যে উদ্যোগ গ্রহন করেছেন তা যদি বাস্তবায়িত হয়, সাধারণ মানুষেরও ভোগান্তি কমে আসবে।

লালমাই থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম বলেন, আমার চাকরি জীবনে সব সময় চেষ্টা করেছি জনসাধারণের সেবা করার। এখানেও তার ব্যতিক্রম নয়। সেবা নিতে আসা মানুষগুলো যেন প্রকৃত সেবা পেতে পারে সেজন্যই দালালদের সতর্ক করে দিয়েছি। তবুও যদি থানার অভ্যন্তরিন বিষয়ে কোন দালাল চক্র সুবিধা নিতে আসে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহন করবো। আমার অনুরোধ থাকবে সেবা প্রার্থী মানুষগুলো যেন সরাসরি ওসি কিংবা থানায় কর্মরত পুলিশের কাছে আসে। সাধারণ মানুষ তথা সেবা গ্রহিতাদের জন্য ২৪ ঘন্টা আমার দরজা রয়েছে। 

মন্তব্য (০)





image

অনিয়ম-দায়িত্বে অবহেলায় বিভাগীয় শাস্তি

নিউজ ডেস্ক : কর্মস্থলে অনিয়মে জড়ালে বা সরকারি দায়িত্ব পালনে অবহেলা-অনীহা...

image

পুলিশের ওএসডি ৭৬ উচ্চপদস্থ কর্মকর্তাকে কেন ঢাকার বাইরে প...

নিউজ ডেস্ক : নির্বাচনের সম্ভাব্য সময়সূচি ঘোষণার পর পুলিশের উচ্চপদে ফের ব...

image

ঘোড়াঘাটে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পৌনে ১৪শ একর জমি নিয়ে সে...

দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাটে প্রতিরক্ষা মন্ত...

image

ডিআইজি, অতি. ডিআইজি ও এসপি পদমর্যাদার ৭৮ পুলিশ কর্মকর্তাক...

নিউজ ডেস্ক

একযোগে বাংলাদেশ পুলিশের ৭৮ কর্ম...

image

হোমনায় নবাগত ওসি রফিকুল ইসলামের যোগদান

কুমিল্লা প্রতিনিধিঃ কুমিল্লা জেলার হোমনা থানায় নবাগত অফ...

  • company_logo