• শিক্ষা

চিলমারীতে প্লেজ হারবার ইন্টারন্যাশনাল স্কুলের ত্রান বিতরণ

  • শিক্ষা
  • ০৫ সেপ্টেম্বর, ২০২০ ১৮:১৭:৩৭

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের চিলমারীতে প্লেজ হারবার ইন্টারন্যাশনাল স্কুলের উদ্যোগে ১০০টি বন্যার্ত পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ সকালে উপজেলার থানাহাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ওয়ার্ল্ড চ্যারিটি ডে উপলক্ষ্যে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান শওকত আলী সরকার বীরবিক্রম। অন্যান্যের মধ্যে থানাহাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মনিরুল ইসলাম লিটু, এসআই আহসান হাবীব, প্লেজ হারবার স্কুলের প্রতিনিধি সংগীত শিক্ষক ফাঁয়সাল আজিজ বাঁধন, রেডিও চিলমারীর প্রযোজক মিজানুর রহমান মিজান প্রমুখ উপস্থিত ছিলেন। প্যাকেজের মধ্যে ছিলো চাল, ডাল, তেল, আলু, লবন ও পেয়াজ।

মন্তব্য ( ০)





  • company_logo