ছবিঃ সিএনআই
ফেনী প্রতিনিধিঃ এসএসসি পরীক্ষায় ধারাবাহিক সাফল্য ধরে রেখেছে ফেনী গালর্স ক্যাডেট কলেজ। এ বছর প্রতিষ্ঠানটি থেকে ৬২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে সবাই জিপিএ-৫ পেয়েছে।
রোববার (১২ মে) বিকেলে কলেজের অধ্যক্ষ গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ নাজমুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
কলেজ অধ্যক্ষ বলেন, সেনাসদরের দিকনির্দেশনা ও প্রশিক্ষিত শিক্ষকমণ্ডলীর আন্তরিক পাঠদান, বর্ষপঞ্জি অনুযায়ী পরীক্ষা গ্রহণ এবং সুশৃঙ্খলপরিবেশ ভালো ফলাফল অর্জনে ভূমিকা রেখেছে। এছাড়া ৬২ ক্যাডেটদের প্রচেষ্টা ও অভিভাবকদের অনুপ্রেরণা এমন ফলাফল অর্জনে যথেষ্ট গুরুত্ববহন করে।
এ ফলাফলের জন্য তিনি সব শিক্ষার্থী, অভিভাবকগণ, শিক্ষকমন্ডলী ও কলেজের প্রত্যেক সদস্যের প্রতি আন্তরিক অভিনন্দন ও শুভ কামনা জানিয়েছেন।
অপরদিকে, ফেনী জেলা প্রশাসক কার্যালয় সূত্রে জানা যায়, কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে এবার ফেনী জেলা থেকে মোট ১৭ হাজার ২শ’ ৮ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। কৃতকার্য হয়েছে ১৩,৩৬২ জন। এছাড়া জিপিএ-৫ প্রাপ্ত হয়েছে ১ হাজার ১ শ’ ৫০ জন। জেলার মোট পাশের হার ৭৭.৬৫%। শতভাগ পাশকৃত প্রতিষ্ঠানের সংখ্যা ৪।
দাখিল পরীক্ষায় অংশগ্রহণকারী মোট পরীক্ষার্থী ৫৫৬৮ জন। যার মধ্যে কৃতকার্য হয়েছে ৩৯৭৪ জন এবং জিপিএ-৫ প্রাপ্ত পরীক্ষার্থীর সংখ্যা ১৪০ জন। পাশের হার ৭১.৩৭%।
এসএসসি ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষা ২০২৪ এ অংশগ্রহণকারী মোট পরীক্ষার্থী ১১২০ জন। যার মধ্যে কৃতকার্য হয়েছে ৯৭৩ জন এবং জিপিএ-৫ প্রাপ্ত পরীক্ষার্থীর সংখ্যা ২৮ জন। পাশের হার ৮৬.৮৮%।
ফেনী জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার এ তথ্য নিশ্চিত করেছেন।
ফরিদপুর প্রতিনিধিঃ চার দফা দাবিতে দেশব্যাপী ম্য...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেল...
বাকৃবি প্রতিনিধিঃ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃব...
রংপুর ব্যুরোঃ বিএনপি'র জাতীয় স্থায়ী কমিটি সদস্য ...
মন্তব্য ( ০)