• শিক্ষা

কুমিল্লা শিক্ষাবোর্ডে এসএসসিতে পাসের হার ৭৯.২৩ % 

  • শিক্ষা
  • ১২ মে, ২০২৪ ১৬:১৮:৫৩

ফাইল ছবি

কুমিল্লা প্রতিনিধি:  আজ রোববার এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীন ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় পাসের হার ৭৯ দশমিক ২৩। এবার এ শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষায় জিপিএ-ও পেয়েছে ১২ হাজার ১০০ জন।জিপিএ-ও পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ছাত্র ৫ হাজার ২৬৪ জন ও ছাত্রী ৬ হাজার ৮৩৬ জন।

কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে কুমিল্লায়, নোয়াখালী, ফেণী, লক্ষীপুর, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়াসহ ছয়টি জেলায় এসএসসি পরীক্ষায় ১ লাখ ৮৫ হাজার ২৩৬ পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণকারী ১ লাখ ৭৯ হাজার ৩২৫ জনের মধ্যে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ১ লাখ ৪২ হাজার ৮১ জন। পাসের হার ৭৯ দশমিক ২৩।

এর মধ্যে ছেলেদের পাসের হার ৭৮ দশমিক ৬৬। মেয়েদের পাসের হার ৭৯ দশমিক ৬৪। এ শিক্ষা বোর্ডে বিজ্ঞান বিভাগের পাসের হার ৯৫ দশমিক ০০। মানবিক বিভাগে পাসের হার ৬৬ দশমিক ৯৪। ব্যবসা শিক্ষা বিভাগে পাসের হার ৭৫ দশমিক ৪৯।

মন্তব্য ( ০)





  • company_logo