ছবিঃ সিএনআই
রংপুর ব্যুরোঃ রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষাথীকে নগরীর প্রেস ক্লাব মার্কেটের দোকানদারে হাতে লাঞ্ছিত ঘটনাকে কেন্দ্র করে জাহাজ কোম্পানি ও মডার্ন মোড় যাওয়া প্রধান সড়ক গতকাল সোমবার রাতে প্রায় ৪ ঘন্টার অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা।
এ ঘটনায় ২৪ ঘন্টার মধ্যে দোষিদের গ্রেফতার করার দাবি করেন তারা।কিন্তু ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করা হলে প্রেসক্লাব মাকেট বন্ধ করার ঘোষনার দাবি জানান শিক্ষাথীরা।এ ফলে সকাল থেকে মাকেট বন্ধ করে রাখেন প্রশাসন।শিক্ষাথীকে মারপিটের ভিড়িও ফুটেজ দেখে দোষিদের গ্রেফতার করার কথা জানান পুলিশ প্রশাসন।তবে ঘটনার সূত্রপাত মোবাইল কেনা-বেচাকে কেন্দ্র করে ব্যবসায়ীদের সাথে কথার কাটাকাটি ঘটনা ঘটে।পরে এর সুত্রপাতে মারপিটের ঘটনা ঘটে বলে জানান যায।
এ ঘটনায় রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শতাধিক শিক্ষাথীরা ঘটনাস্থলে এসে রাস্তা বন্ধ করে দেন।শিক্ষাথীরা জানান প্রেসক্লাব মাকেটের মোবাইল দোকানের ব্যবসায়ী যারা তাদের ভাইদের মারধর করছেন তাদের অতিদ্রুত গ্রেফতার করতে হবে।গ্রেফতার করা না হলে প্রেসক্লাব মাকেট বন্ধ থাকবে বলে দাবি জানান।
শিক্ষাথীদের দাবি সহকর্মীদের মারধরের অভিযোগ প্রেসক্লাব মার্কেটের কয়েকজন কর্মচারী বিরুদ্ধে।এ ঘটনায় অতি দ্রুত দোষী দোকানদারদের গ্রেফতার করতে হবে। ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করা না হলে কঠোর কমসুচির হুমকি দেন তারা।
এ সময় শুভ,নয়ন,নাহিদসহ বেশ কয়েকজন শিক্ষার্থী জানান দোষি ব্যবসায়ীদের গ্রেফতার ও বিচার না হওয়া পর্যন্ত মাকেট বন্ধ থাকবে বলে পুলিশ প্রশাসনের নিকট দাবি করেন।তাদের দাবি নষ্ট মোবাইল বিক্রয় করাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বলে জানান।
পরে রাতেই ঘটনাস্থল সেনাবাহিনীর তিন প্লাটুন সদস্যরা চলে আসে।পরিচিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে প্রেসক্লাব মাকেটে।অপৃতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশের টহল জোরদার করা হয়েছে।
শিক্ষাথীরা জানান ,মারধরের শিকার হয় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী-মাহাদি,সৌরভ ও জামশেদ।পরে তাদের উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভতি করা হয়েছে।
জানা যায় রাত আটটা থেকে ১২ টা পর্যন্ত পরিচিতি শিক্ষার্থীদের নিয়ন্ত্রণে।এ ঘটনা বিক্ষোভ মিছিল ও শ্লোগান দেয় শিক্ষার্থীরা।
আজ মঙ্গলবার সকাল থেকে রংপুর প্রেসক্লাব মাকেট বন্ধ রাখা হয়েছে।সুষ্টু সমাধান না হ্ওয়া পযন্ত মাকেটের দোকানপাট বন্ধ রাখার ঘোষনাদেন শিক্ষাথীরা।
নিউজ ডেস্কঃ বাংলাদেশে ভিন্নমতাবলম্বী ও বিরোধীসহ সবার...
নিউজ ডেস্কঃ জলবায়ু সংকট মোকাবিলায় এবং পৃথিবী ও মান...
আন্তর্জাতিক ডেস্কঃ প্রতিরক্ষামূলক টানেল নেটওয়ার্ক নি...
নিউজ ডেস্কঃ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত নাহিদুল...
মন্তব্য ( ০)