ছবিঃ সিএনআই
ময়মনসিংহ প্রতিনিধিঃ গতকাল বুধবার সকালে দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয়ের সহযোগিতায় এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) আয়োজনে ২টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে শতাধিক শিক্ষার্থীর মাঝে বিভিন্ন শিক্ষা উপকরণ প্রদান করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, ময়মনসিংহের উপপরিচালক মোহাম্মদ তাজুল ইসলাম ভূঁইয়া শিক্ষার্থীদের হাতে স্কুল ব্যাগ, ছাতা, টিফিন বক্স, জ্যামিতি বক্স, কলমদানি, স্কেল খাতাসহ ১০ প্রকারের সামগ্রী ও শিক্ষা উপকরণ তুলে দেন।
দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) সহ সভাপতি অধ্যাপক আখতারুজ্জামানের সঞ্চালনায় সকাল সাড়ে ১০ টায় হামিদা সুলতানা বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) এর সভাপতি স্বপন কুমার দাসের সভাপতিতে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম আজম, সহকারী উপজেলা শিক্ষা অফিসার জাকিয়া আক্তার। এসময় দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়,ময়মনসিংহের উপসহকারি পরিচালক মো. শাহাদত হোসেন, হামিদা সুলতানা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সুরুজ মিয়া, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য আনম শাহনুর মামুন বক্তব্য রাখেন। এসময় উপপরিচালক বিদ্যালয়ে সততা সংঘের সদস্যদের সাথে কথা বলেন এবং সততা স্টোর পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন। এসময় বিদ্যালয়ের কয়েকশ ছাত্রী, শিক্ষক ও অভিাভাবকবৃন্দসহ দুপ্রক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
পরে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, ময়মনসিংহের উপপরিচালক মোহাম্মদ তাজুল ইসলাম ভূঁইয়া বেলা ১টায় নগেন্দ্র নারায়ন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ ও সততা স্টোর পরিদর্শন করেন। এর পূর্বে দুপ্রক সভাপতি স্বপন কুমার দাসের সভাপতিত্বে আলোচনা সভায় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম আজম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশুতোষ সরকার, শিক্ষার্থী অভিভাবক মিজানুর রহমান বক্তব্য রাখেন। এতে সঞ্চালনার দায়িত্ব পালন করেন দুপ্রক সহসভাপতি অধ্যাপক আখতারুজ্জামান।
গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জে ভ্রাম্যমান আদ...
ফরিদপুর প্রতিনিধিঃ বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক...
জামালপুর প্রতিনিধি : জামালপুরে পুলিশের ট্রেইনি রিক্রুট কন...
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারীর ছুর...
মন্তব্য ( ০)