ছবিঃ সিএনআই
কুমিল্লা প্রতিনিধিঃ কুমিল্লার বরুড়া ফাউন্ডেশন ও জনকল্যাণ সমিতির আয়োজনে প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ২ নভেম্বর সকাল থেকে বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ে ঢাকাস্থ বরুড়া উপজেলা জনকল্যাণ সমিতির সভাপতি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (অবঃ) মনীন্দ্র কিশোর মজুমদার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন (কুমিল্লা- ০৮) বরুড়া আসনের সাবেক সংসদ সদস্য জাকারিয়া তাহের সুমন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া ফাউন্ডেশনের সভাপতি ও শিক্ষানুরাগী মোঃ তোফাজ্জল আলী, বরুড়া ফাউন্ডেশনের সদস্য ও সমাজ সেবক আবদুল হক, যুগ্ম সচিব মোঃ শাহ আলম, নোয়াখালী মেডিকেল কলেজ হসপিটালের সহযোগী অধ্যাপক মোহাম্মদ ইকবাল হোসেন, বরুড়া উপজেলা নির্বাহী অফিসার নু-এমং মারমা মং, বরুড়া উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট খায়রুল এনাম তৌফিক, সাধারণ সম্পাদক সৈয়দ জহিরুল হক স্বপন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রতন কুমার সাহা, বরুড়া উপজেলা জনকল্যাণ সমিতির সহ সভাপতি ও বৃত্তি উপ কমিটির আহবায়ক আনিসুর রহমান, আমির হোসেন ভুইয়া।
প্রধান অতিথি জাকারিয়া তাহের সুমন বলেন, পড়াশোনা মধ্যে দিয়ে দেশ ও জাতীয়কে এগিয়ে নেওয়া সম্ভব। তোমরা আগামী ভবিষ্যৎ। বরুড়া দলমত নির্বেশেষে শিক্ষাক্ষেত্রে কাজ করতে হবে।
বরুড়া উপজেলা জনকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোঃ আবদুস সামাদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন
ঝলম উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোঃ এমদাদুল হক, বীর মুক্তিযোদ্ধা শামসুল হক সর্দার, ভবানীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রেজাউল হক রেজু, ঝলম উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী অধ্যাপক ও দৈনিক যায়যায়দিন পত্রিকার প্রতিনিধি সাংবাদিক মোঃ মাসুদ মজুমদার, বরুড়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক সাংবাদিক মোঃ ইলিয়াস আহমেদ, বরুড়া পৌর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইয়েদা আক্তার, আড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুন নাহার।
অনুষ্ঠান শেষে অতিথিরা কৃতি শিক্ষার্থীদের মাঝে মেধা তালিকায় ১০০ জন সাধারণ গ্রেডে ১৮৮ জন শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সার্টিফিকেট বিতরন করা হয়। মেধা তালিকায় প্রথম হয়েছেন মর্ডান একাডেমি কিন্ডারগার্টেন এর পঞ্চম শ্রেণীর ছাত্র মোঃ ফারহান মজুমদার, দ্বিতীয় হয়েছেন সুন্দরদৌল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী মোবাশ্বিরাতুল মানহা, তৃতীয় হয়েছেন ওড্ডা নোয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র মোঃ সাইফ আলম মাহি। সভা শেষে আগত অতিথিরা বলেন বরুড়া উপজেলা জনকল্যাণ সমিতি সব সময় রাজনীতির ঊর্ধ্বে থেকে জনগণের কল্যাণে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ দ্বারা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে বৈষম্যবিরোধ...
পবিপ্রবি প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববি...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে বেসরকারী ...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ “আর নয় বাল্যবিয়ে, এগিয়ে যাব...
মন্তব্য ( ০)