ছবিঃ সিএনআই
গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জে চলতি বছরে প্রকাশিত ঢাকা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় পাশের হার ৭৯.৬৭ এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত দাখিল পরীক্ষার পাশের হার ৪০.৩২।
এসএসসিতে শতভাগ পাশের তালিকায় রয়েছে বোয়ালী বালিকা উচ্চ বিদ্যালয় ও বাঘুন উচ্চ বিদ্যালয়। ১৭টি জিপিএ-৫ পেয়ে উপজেলার সর্বোচ্চ জিপিএ-৫ এর তালিকায় রয়েছে তুমিলিয়া বালক উচ্চ বিদ্যালয়।
অন্যদিকে, দাখিলে শতভাগ পাশের তালিকায় কোন মাদ্রাসার নাম নেই। বরং উপজেলার জামালপুর সিদ্দিকীয়া বালিকা দাখিল মাদ্রাসায় ১০ জন পরীক্ষা দিয়ে একজনও কৃতকার্য হতে পারেনি।
বিষয়গুলোর সত্যতা স্বীকার করেছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূর-ই-জান্নাত।
মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, কালীগঞ্জ উপজেলায় এসএসসিতে তিনটি বিভাগ মিলে ৩ হাজার ২২২ জন শিক্ষার্থী অংশগ্রহন করেছে। এর মধ্যে ওই তিনটি বিভাগ থেকে ২ হাহার ৫৬৭ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। উপজেলার তুমিলিয়া ইউনিয়নের বোয়ালী উচ্চ বিদ্যালয় থেকে ৩টি বিভাগে মোট ২৯ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহন করেছে। এরমধ্যে সকল শিক্ষার্থীই উত্তীর্ণ হয়েছে। মোক্তারপুর ইউনিয়নের বাঘুন উচ্চ বিদ্যালয় থেকে ৩টি বিভাগে মোট ৩২ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহন করেছে। এরমধ্যে সকল শিক্ষার্থীই উত্তীর্ণ হয়েছে।
দাখিল পরীক্ষায় তিনটি বিভাগ মিলে ৬৭৭ জন শিক্ষার্থী অংশগ্রহন করেছে। এর মধ্যে ওই তিনটি বিভাগ থেকে ২৩৭ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। তবে মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় এ উপজেলায় শতভাগ পাস করার তালিকায় কোন মাদ্রাসার নাম নেই।
সূত্র আরো জানায়, এসএসসিতে ১৭টি জিপিএ-৫ পেয়ে উপজেলার সর্বোচ্চ জিপিএ-৫ এর তালিকায় রয়েছে তুমিলিয়া বালক উচ্চ বিদ্যালয়। এ বিদ্যালয়ে পাশের হার ৯৬.৫০। ১৬টি জিপিএ-৫ পেয়ে উপজেলার ২য় সর্বোচ্চ জিপিএ-৫ এর তালিকায় রয়েছে সেন্ট মেরিস বালিকা উচ্চ বিদ্যালয়। এ বিদ্যালয়ে পাশের হার ৯৬.৩৬। ১৪টি জিপিএ-৫ পেয়ে উপজেলার ৩য় সর্বোচ্চ জিপিএ-৫ এর তালিকায় রয়েছে সেন্ট নিকোলাস স্কুল এন্ড কলেজ। এ বিদ্যালয়ে পাশের হার ৯৮.৩৫।
চট্টগ্রাম প্রতিনিধিঃ আইনজীবি সাইফুল ইসলাম আলিফ হত্যা...
গোপালপুর প্রতিনিধি: টাঙ্গাইল এসোসিয়েশন, উত্তরা এবং...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রৌমারী ফেরিঘাট থেকে চিলম...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাট থানা পুলিশ শুক্...
মন্তব্য ( ০)