ছবিঃ সিএনআই
দিনাজপুর প্রতিনিধি: গত বছরের তুলনায় এবার কিছুটা বেড়েছে দিনাজপুরের শিক্ষাবোর্ডে পাশের হার। এবার পাশের হার ৭৮ দশমিক ৪৩ শতাংশ। গত বছর পাশের হার ছিল ৭৬ দশমিক ৮৭ শতাংশ।
দিনাজপুরের শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মীর সাজ্জাদ আলী জানান, শিক্ষাবোর্ডের আওতায় রংপুর বিভাগের ৮ জেলা থেকে ২ হাজার ৭৩০ টি স্কুল থেকে এসএসসি পরীক্ষায় উপস্হিত ছিলো ১ লাশ ৯৮ হাজার ১৮৪ জন পরীক্ষার্থী। এদের মধ্যে পাশ করেছে ১ লাখ ৫৫ হাজার ৪৩৫ জন। ফলাফলে জিপিএ ৫ পেয়েছে ১৮ হাজার ১০৫ জন পরীক্ষার্থী। জিপিএ প্রাপ্তির ক্ষেত্রে ছাত্রীরা পেয়েছে ৯ হাজার ২৪৬ জন এবং ছাত্ররা পেয়েছে ৮ হাজার ৮৫৯ জন।
পাশাপাশি বরাবরের মত এবারো ছাত্রদের তুলনায় ফলাফলে ভালো করেছে ছাত্রীরা। ছাত্রদের পাশের হার ৭৫ দশমিক ৮৫ শতাংশ। আর ছাত্রীদের পাশের হার ৮৯ দশমিক ৭ শতাংশ।
অন্যদিকে কেউ পাশ করতে পারেনি এমন স্কুলের তালিকায় রয়েছে ৪ টি শিক্ষা প্রতিষ্ঠানের নাম।
চট্টগ্রাম প্রতিনিধিঃ আইনজীবি সাইফুল ইসলাম আলিফ হত্যা...
গোপালপুর প্রতিনিধি: টাঙ্গাইল এসোসিয়েশন, উত্তরা এবং...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রৌমারী ফেরিঘাট থেকে চিলম...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাট থানা পুলিশ শুক্...
মন্তব্য ( ০)