• সমগ্র বাংলা

পাবনায় ৩ দিনের ইজতেমা শুরু

  • সমগ্র বাংলা
  • ৩০ জানুয়ারী, ২০২০ ১৮:১৫:১৮

পাবনা প্রতিনিধি: পাবনা শহরের মহেন্দ্রপুর কবিরপুরে প্রতি বছরের মতো তিন দিনব্যাপী ইজতেমা শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে ইজতেমা শুরু হয়; যা আগামী শনিবার (১ ফেব্রুয়ারি) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে। স্থানীয়রা জানান, প্রায় ২৮ বিঘা জমির ওপর অনুষ্ঠিত ইজতেমায় বিপুল সংখ্যক মুসল্লির সমাগম হয়েছে। বিদেশ থেকে আগত অনেক মুসল্লি এতে অংশ নিয়েছেন। জোহরের নামাজের পর থেকে সৌদি আরবের মেহমানদের বয়ানের মধ্য দিয়ে শুরু হয় ইজতেমা। আয়োজক কমিটি জানায়, ইজতেমার প্রথম দিনেই ভালো সাড়া পড়েছে। তিন দিনে ৫০ হাজারের বেশি মুসল্লি অংশ নেবে বলে আমরা আশা করছি। সৌদি আরব, ইন্দোনেশিয়া মালয়েশিয়াসহ বাংলাদেশের বিভিন্ন প্রান্তের মুসল্লিরা এতে অংশ নিয়েছেন। ইজতেমার শেষ দিনে মোনাজাত পরিচালনা করবেন মাওলানা সাদের অনুসারী মাওলানা ওয়াসিকুল ইসলাম। আরও উপস্থিত থাকবেন ডা. মো. শামসুল আলম, ডা. মো. শাহাদাত হোসেন, সাইফুর রহমান, আব্দুল কাদের সাহেব, মুকুল খান, মো. সায়েম, মো. হেদায়েতুল ইসলাম প্রমুখ।

মন্তব্য ( ০)





  • company_logo