• সমগ্র বাংলা

দিনাজপুরে এডাবের প্রশিক্ষন কোর্সের সমাপনী

  • সমগ্র বাংলা
  • ৩০ জানুয়ারী, ২০২০ ১৮:৫৭:০৪

দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরে বাংলাদেশে কর্মরত বেসরকারী উন্নয়ন সংস্থাসমূহের একটি সমন্বয়কারী প্রতিষ্ঠান এডাব জেলা শাখা আয়োজিত ৩ দিন ব্যাপী প্রজেক্ট প্রোপোজাল রাইটিং বিষয়ে প্রশিক্ষন কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে । আজ বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে এমবিএসকে মিলনায়তনে এডাব দিনাজপুর জেলা শাখার সভাপতি ও এসইউপিকের নির্বাহী পরিচালক মোঃ মোজাফর হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ মাহমুদুল আলম । বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এমবিএসকে’র নির্বাহী প্রধান মোসাঃ সুলতানা রাজিয়া খাতুন। এডাব কেন্দ্রীয় কার্যালয় ঢাকা’র কর্মসূচী পরিচালক কাওছার আলম, মনিটরিং কর্মকর্তা সমাপিকা হালদার। প্রশিক্ষন কোর্সের সার্বিক সমন্বয়কারী হিসেবে সমন্বয় করেন এডাব রংপুর বিভাগের সমন্বয়কারী বংকিম চন্দ্র রায়। স্বাগত বক্তব্য রাখেন সদস্য সচিব ডাঃ চৌধুরী মোসাদ্দেকুল ইজদানী। প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ মাহমুদুল আলম বলেছেন, বেসরকারী উন্নয়ন সংস্থাগুলো সরকারের উন্নয়ন সহায়ক হিসেবে কাজ করতে প্রশিক্ষনের বিকল্প নেই। আর্থ- সামাজিক উন্নয়নে প্রজেক্ট প্রোপোজালের গুরুত্ব দাতা সংস্থার মনোপূর্ণ হয় সে জন্য আপনাদের দক্ষ এনজিও কর্মী হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। একটি উন্নত রাষ্ট্রবিনির্মাণে সরকারের পাশাপাশি আপনাদের যথেষ্ট ভূমিকা রয়েছে। পরে প্রশিক্ষন শেষে প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ মাহমুদুল আলম রংপুর বিভাগের ৮ জেলার ৩২টি এডাবভুক্ত সদস্য সংস্থার নির্বাহী পরিচালক ও সংস্থার প্রতিনিধিদের মাঝে সনদ বিতরণ করেন।

মন্তব্য ( ০)





  • company_logo