• সমগ্র বাংলা

বিবাহিত হয়েও সেনাবাহিনীতে চাকুরী

  • সমগ্র বাংলা
  • ১৭ জানুয়ারী, ২০১৯ ১৫:০২:৩০

বাংলাদেশ সেনাবাহিনী একটি সু-শৃংখলা ও পরিচ্ছন্ন বাহিনী এবং এ বাহিনীতে চাকুরীর বিধান ও নিয়মনীতি রয়েছে সৈনিক পদে চাকুরি নিতে অবিবাহীত হতে হয়। কিন্ত নিয়মনীতি গোপন করে সেনাবাহিনীতে চাকুরী নিয়ে ব্যত্তয় ঘটিয়েছেন শেরপুর জেলার সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলার ধানশাইল ইউনিয়নের কান্দুলী গ্রামের ধর্ণাঢ্য কৃষক মোঃ আব্দুল মতিন আকন্দের সদ্য বিবাহিত ছেলে মোঃ সোলায়মান হোসেন (২১)। নিয়ম বর্হিভূত ভাবে চাকুরীর বিষয়ে তথ্য জানতে গেলে চাকুরী পাওয়া যুবকের এক আত্মীয় উল্টো সাংবাদিককে দেখে নেবেন এবং চাঁদাবাজীর মিথ্যা মামলার হুমকি দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ সূত্রে জানা গেছে, ঝিনাইগাতী উপজেলার কান্দুলী গ্রামের মোঃ আব্দুল মতিন আকন্দের ছেলে মোঃ সোলায়মান হোসেন পার্শ্ববর্তী শ্রীবরদী উপজেলার কেকেরচর ইউনিয়নের ভাঙ্গার পাড়া গ্রামের আবুল হোসেনের অনার্স পড়–য়া মেয়ে জেকলিন বেগমের সাথে দীর্ঘদিনের প্রেম ভালোবাসার এক পর্যায়ে প্রেমিক মোঃ সোলায়মান হোসেন ও প্রেমিকা জেকলিন বেগম প্রেমের পরিসমাপ্তি ঘটাতে শেরপুর পৌর এলাকার নিকাহ্ রেজিষ্টার আবুজর মোঃ আল আমিন এর কার্যালয়ে গিয়ে গত ০৬/১১/২০১৮ইং তারিখে ওই প্রেমিক যুগল বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং যার বিবাহ নং ১৬২/১৮। পরবর্তীতে বিবাহিত যুবক সোলায়মান হোসেন সকল তথ্য গোপন করে সেনাবাহিনীর আর্টিলারী বিভাগের টেকনিক্যাল পদে চাকুরী নেন এবং আগামী ২৫ জানুয়ারি চট্টগ্রামের ভাটিয়ারীতে তার প্রশিক্ষণ শুরু হবে বরে জানা গেছে। এমন অনিয়ম তান্ত্রিকভাবে চাকুরী নেয়ার ঘটনাটি এলাকায় এবং আত্মীয়-স্বজনের মাঝে শুরু হয় নানা গুঞ্জন পরে বিষয়টি স্থানীয় সাংবাদিকের কাছে পৌছে যায়। পরে বিবাহিত যুবকের সেনাবাহিনীতে চাকুরীর এমন তথ্যের বিষয়ে সরেজমিনে সাংবাদিক জিএইচ হান্নানসহ অন্যান্যরা কান্দুলী গ্রামে সোলায়মান হোসেনসহ তার বাবা-মার কাছে জানতে চাইলে তারা বিয়ের কথা অস্বীকার করেন। এদিকে অনুসন্ধানী দল ওই গ্রামসহ আশপাশের এলাকার লোকজনের কাছে খোঁজ নিয়ে জানতে পারেন, সোলায়মান হোসেন একজন বিবাহিত যুবক এবং সদ্য সেনাবাহিনীতে চাকুরী নিয়েছেন বলে সত্যতা খুঁজে পাওয়া যায়। পরে এবিষয়ে ওই যুবকের এক আত্মীয় সাংবাদিকদের সংবাদ প্রকাশ না করতে বলেন এবং সংবাদ প্রকাশ করা হলে সাংবাদিকদের মিথ্যা চাঁদাবাজী মামলায় জড়ানোর হুমকি দেন। বিবাহিত যুবক সোলায়মান সেনাবাহিনীর নিয়মনীতি শৃংখলা ভঙ্গ করে সেনাবাহিনীর চাকুরীতে যোগদানের বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ একান্ত প্রয়োজন বলে অনেকেই মনে করেন।

মন্তব্য ( ০)





  • company_logo