• সমগ্র বাংলা

গাজীপুরে মহাসড়ক আটকে বকেয়া বেতন দাবিতে শ্রমিক বিক্ষোভ

  • সমগ্র বাংলা
  • ১৮ ডিসেম্বর, ২০২৪ ১৭:৩৫:১০

ছবিঃ সিএনআই

গাজীপুরে মহাসড়ক আটকে বকেয়া বেতন দাবিতে শ্রমিক বিক্ষোভ

গাজীপুর প্রতিনিধি: গাজীপুর মহানগরীর টঙ্গীর আউচপাড়া এলাকায় বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ অবরোধ করে বিক্ষোভে কর্মসূচি পালন করেছেন তারা টেক্সটাইল লিমিটেড নামের একটি পোশাক কারখানার শ্রমিকরা।

বুধবার (১৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টা থেকে বিক্ষোভ শুরু করেন তারা। এতে মহাসড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। ফলে কর্মস্থল ও গন্তব্যে পৌঁছাতে তীব্র ভোগান্তিতে পোহান যাত্রীরা।

কারখানাটির শ্রমিক ও শিল্প পুলিশ জানায়, চলতি মাসের অর্ধেকের বেশি সময় পার হয়ে গেলেও এখনো গত মাসের বেতন দেওয়া হয়নি। এর আগে, বেতনের দাবি জানালে কর্তৃপক্ষ কারখানা বন্ধের নোটিশ দেয়।

সেই নোটিশে বলা হয়েছিল, ১৫ তারিখ বেতন দিয়ে ১৮ তারিখ কারখানা খুলে দেওয়া হবে। কিন্তু, আজ কারখানা না খুলে পুনরায় আবার নোটিশ দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, ২২ তারিখ বেতন দিয়ে আগামী ২৩ তারিখ কারখানা খুলে দেওয়া হবে।

শ্রমিকরা জানান, কারখানা কর্তৃপক্ষ একেক সময় একেক ধরনের কথা বলছে। বুধবার শ্রমিকরা কাজে যোগ দিতে না পেরে এবং বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ অবরোধ করে বিক্ষোভ করেছে।

গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক কৃপা সিন্ধু বালা বলেন, ‘‘শ্রমিকদের এক মাসের বেতন বকেয়া রয়েছে। গতকাল বেতন দেওয়ার কথা ছিল। কিন্তু, কর্তৃপক্ষ বেতন না দিয়ে কারখানা বন্ধের ঘোষণা দিয়েছে। এর পরই শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। শ্রমিকদের সঙ্গে কথা বলে সমাধানের চেষ্টা করা হচ্ছে।’’

মন্তব্য ( ০)





  • company_logo