• সমগ্র বাংলা

কালীগঞ্জে সমলয়ের কৃষকদের সার বিতরণ ও মাঠ দিবস

  • সমগ্র বাংলা
  • ১৮ ডিসেম্বর, ২০২৪ ১৬:৩৯:৩৮

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে সমলয়ের কৃষকদের মধ্যে বিনামূল্যে রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। ২০২৪-২৫ অর্থবছরে রবি মৌসুমে বোরো ধানের উফশী জাতের সমলয় চাষাবাদের ৫০ একর ব্লক প্রদর্শনী কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

বুধবার (১৮ ডিসেম্বর) দুপুরে উপজেলার জামালপুর ইউনিয়নের চুপাইর ব্লকের ৮৪ জন কৃষকের মাঝে এ সার বিতরণ করা হয়। 

এছাড়াও একই অর্থবছরে মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় একই সময় ওই ইউনিয়নের চুপাইর ব্লকে কৃষদের নিয়ে মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

কালীগঞ্জ উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফ্রাদ। এতে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ফারজানা তাসলিম।

এ সময় উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মাহে আলম, কৃষি অফিসের উপ সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ, স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ,  চুপাইর ব্লকের ২ শতাধীক কৃষক উপস্থিত ছিলেন।   

মন্তব্য ( ০)





  • company_logo