• সমগ্র বাংলা

ময়মনসিংহ জামায়াতের মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান

  • সমগ্র বাংলা
  • ১৬ ডিসেম্বর, ২০২৪ ২০:৪৫:৫৭

ছবিঃ সিএনআই

ময়মনসিংহ প্রতিনিধি : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও ময়মনসিংহ মহানগর জামায়াতের আমীর মাওলানা কামরুল আহসান এমরুল বলেন,  আমরা স্বাধীনতার ৫৩ বছর পার হয়ে ৫৪ বছরে পদার্পণ করলাম। যদি ৫৩ বছরের পর্যালোচনা করি তাহলে আমরা কি সত্যিকার অর্থে স্বাধীন হতে পেরেছি? আমরা কোন ক্ষেত্রেই স্বাধীনতা অর্জন করতে পারি নাই। শুধুমাত্র আমরা নামে স্বাধীনতা অর্জন করতে পেরেছি। শুরুতেই যারা আমাদেরকে স্বাধীন করতে সহযোগিতা করেছে, তারা একটি পরিকল্পিত কাজের মধ্যমে আমাদের সহযোগিতা করেছিলো। তারা এখন পর্যন্ত চেষ্টা চালাচ্ছে আমাদের ওপর আধিপত্য এবং কর্তৃত্ব দেখানোর জন্য। একটা বিষয় স্পষ্ট করে বলতে চাই এদেশের এক ইঞ্চি মাটিও বিদেশী শক্তিকে ব্যবহার করতে দেয়া হবে না।

সোমবার (১৬ ডিসেম্বর) ময়মনসিংহ নগরীর একটি বেসরকারি স্কুল প্রাঙ্গণে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা কামরুল আহসান এমরুল এসব কথা বলেন। 

বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মাহবুবুল হাসান শামীমের সঞ্চালনায় মাওলানা কামরুল এমরুল বলেন, বিগত সময়ের মতো ভিনদেশী গোষ্ঠী ২০২৪ সালের অভ্যুত্থানকেও ধ্বংস করার পায়তারা করছে। পতিত স্বৈরাচারী সরকার ও তার দোসররা  ছাত্রজনতার আন্দোলনের মুখে পার্শ্ববর্তী দেশে পালিয়ে গিয়েও ষড়যতন্ত্র চালিয়ে যাচ্ছে। এই ২০২৪ আন্দোলনকে নস্যাৎ করার জন্য তারা গভীর ষড়যন্ত্রে লিপ্ত। আজকে এই প্রোগ্রামের মাধ্যমে আমরা প্রতিজ্ঞা করছি, যে আন্দোলন ছাত্রজনতা করেছে সে আন্দোলনকে ধরে রাখার জন্য সর্বাত্মকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামী মাঠে ময়দানে অতীতেও ছিলো এবং সামনের দিনগুলোতেও থাকবে ইনশাআল্লাহ। 

আলোচনা সভা আরো বক্তব্য রাখেন, বাংলাদেশে জামায়াতে ইসলামী ময়মনসিংহ জেলা জামায়াতের আমীর মোঃ আব্দুল করিম, মহানগর জামায়াতের নায়েবে আমীর আছাদুজ্জামান সোহেল, সেক্রেটারি অধ্যাপক শহীদুল্লাহ কায়সার, সাংগঠনিক সম্পাদক আল হেলাল তালুকদার, কর্ম পরিষদ ও শূরা সদস্য খন্দকার আবু হানিফ, ইঞ্জিয়ার আব্দুল বারী। এছাড়াও মহানগর জামায়াতের সাংগঠনিক থানার শাখার আমীর ও দায়িত্বশীলবৃন্দ আলোচনা সভায় বক্তব্য রাখেন।

মন্তব্য ( ০)





  • company_logo