• সমগ্র বাংলা

কালীগঞ্জে বিএনপির বিজয় র‌্যালী অনুষ্ঠিত 

  • সমগ্র বাংলা
  • ১৬ ডিসেম্বর, ২০২৪ ২০:০২:১৫

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জ মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গ-সংগঠনের উদ্যোগে বিজয় মিছিল এবং সভা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (১৬ ডিসেম্বর) বিকালে কালীগঞ্জ আরআরএন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে বিজয় মিছিলের নেতৃত্ব দেন গাজীপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি একেএম ফজলুল হক মিলন। 

বিজয় মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কালীগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়।

বিজয় মিছিল ও সভায় অন্যদের মধ্যে বিএনপি নেতা সোলায়মান আলম, খালেকুজ্জামান বাবলু,

মনিরুজ্জামান খান লাভলু, মোহাম্মদ হোসেন আরমান মাস্টার, ইব্রাহীম প্রধান, লুৎফর রহমান, যুবদল নেতা মাসুদ রানা, তাঁতীদল নেতা হারুন-অর-রশিদ, স্বেচ্ছাসেবকদল নেতা আশরাফী নেওয়াজ শাওন চৌধুরী সহ কালীগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মন্তব্য ( ০)





  • company_logo