ছবিঃ সিএনআই
লালমনিরহাট প্রতিনিধি: "আত্নবিশ্বাস গড়ে তোলো, আত্মমর্যাদায় এগিয়ে চলো" এই শ্লোগানে লালমনিরহাটে জেলা গাইড ডে ক্যাম্পের আয়োজনে তাঁবু জলসা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিনব্যাপী জেলা কালেক্টরেট মাঠে অনুষ্ঠিত এ তাঁবু জলসায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এইচ এমন রকিব হায়দার।
বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশনের লালমনিরহাট জেলা কমিশনার সরমিন আরা হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ জলসা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার তরিকুল ইসলাম,অতিরিক্ত জেলা প্রশাসক মাহবুবুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা ফেরদৌস,এসোসিয়েশনের রংপুর অঞ্চলের কোষাধ্যক্ষ ওয়ালেদা বেগম, জেলা শিক্ষা অফিসার মজিবুর রহমান, রংপুর জেলা গার্লস গাইডের সাধারণ সম্পাদক রেজিনা সাবরিনা প্রমুখ।
এ সময় প্রধান অতিথি বলেন, লালমনিরহাট গার্ল গাইডস কে দেশের মধ্যে অন্যতম হতে হবে। বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশনের লালমনিরহাট জেলার আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠিত এ তাঁবু জলসায় জেলার ৫টি উপজেলার ২শতাধিক নারী শিক্ষার্থী অংশ নেয়।
এ ক্যাম্পের মাধ্যমে শিক্ষার্থীরা প্রতিকুল পরিবেশে নিজেদেরকে রক্ষার উপায়, সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ, ভবিষ্যত প্রজন্মকে সুনাঅন্যকে সহযোগীতা প্রদান, প্রাথমিক চিকিৎসা পদ্ধতির ব্যবহার ও কৌশল এবং পারিবারিক দৈনন্দিন কাজকর্ম সম্পর্কে জানতে পারবে।
চট্টগ্রাম প্রতিনিধিঃ আইনজীবি সাইফুল ইসলাম আলিফ হত্যা...
গোপালপুর প্রতিনিধি: টাঙ্গাইল এসোসিয়েশন, উত্তরা এবং...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রৌমারী ফেরিঘাট থেকে চিলম...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাট থানা পুলিশ শুক্...
মন্তব্য ( ০)