ছবিঃ সিএনআই
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন মুসা নাসের চৌধুরী। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) তিনি বিদায়ী ইউএনও মোঃ রেদুয়ানুল হালিমের নিকট থেকে দায়িত্ব গ্রহণ করেন। রেদুয়ানুল হালিমকে নাটোরের নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে বদলী করা হয়। রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয় থেকে গত ১০ নভেম্বর তাকে এই বদলীর আদেশ দেয়া হয়।
তার পরিবর্তে মুসা নাসের চৌধুরীকে চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে পদায়ন করা হয়েছে। তিনি উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পদায়নের জন্য রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ে সংযুক্ত ছিলেন। রেদুয়ানুল হালিম ২০২৩ সালের ২০ জুলাই ইউএনও হিসেবে চাটমোহরে যোগদান করেছিলেন। সে হিসেবে তিনি চাটমোহরে ১৬ মাস দায়িত্ব পালন করলেন। রেদুয়ানুল হালিমের বাড়ি নেত্রকোনা জেলায়।
আর মুসা নাসের চৌধুরীর বাড়ি গাইবান্ধা জেলায়। এদিকে বৃহস্পতিবার সকাল ১১টায় দায়িত্ব গ্রহণ করার পরপরই চাটমোহর প্রিন্সিপাল এসোসিয়েশন ও কয়েকটি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের পক্ষ থেকে বিদায়ী ও নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তাদ্বয়কে বিদায় ও বরণ সংবর্ধনা দেওয়া হয়।
প্রিন্সিপাল এসোসিয়েশনের সভাপতি ও মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ শরীফ মাহমুদ সরকার সঞ্জুর সভাপতিত্বে ও অধ্যক্ষ রেজাউল করিম হেলালের সঞ্চালনায় উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য দেন বিদায়ী ইউএনও রেদুয়ানুল হালিম, নবাগত ইউএনও মুসা নাসের চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান শাকিল, অধ্যক্ষ আব্দুর রহিম কালু, অধ্যক্ষ মাহমুদুল হক মাহমুদ, প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েল, সাবেক সভাপতি রকিবুর রহমান টুকুন, হাফিজুর রহমান, জাকির হোসেন, প্রেসক্লাবের সম্পাদক এস এম মাসুদ রানা প্রমুখ।
ফরিদপুর প্রতিনিধিঃ চার দফা দাবিতে দেশব্যাপী ম্য...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেল...
বাকৃবি প্রতিনিধিঃ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃব...
রংপুর ব্যুরোঃ বিএনপি'র জাতীয় স্থায়ী কমিটি সদস্য ...
মন্তব্য ( ০)