ছবিঃ সিএনআই
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ শহরের যানজট নিরসনে অভিযান পরিচালনা করেছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন।
বৃস্পতিবার(১৪ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের বিভিন্ন স্থানে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন, সেনাবাহিনী, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও বিআরটিএর ৫টি সংস্থার যৌথ উদ্যোগে অভিযানটি পরিচালিত হয়।
এসময় চলাচলের অনুমতি না থাকা গ্রীন ঢাকা ও আশিয়ান পরিবহনের ২ টি এসি বাস, ১টি লেগুনা, ২টি ব্যাটারীচালিত অটোরিকশা ও ১টি সিএনজিকে ডাম্পিংয়ে পাঠানো হয়েছে। এছাড়া বন্ধন পরিবহনের একটি বাসকে ১০হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন, নাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন, সেনাবাহিনীর মেজর আয়াজ, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) রুহুল আমিন সাগর, জেলা প্রশাসনের সিনিয়র সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাসুদ রানা,বিআরটিএ'র মোটরযান পরিদর্শক সাইফুল কবির,নাসিকের সচিব নূর কুতুবুল আলম, টাউন প্ল্যানার মইনুল হোসেন প্রমুখ।
নাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন জানান, শহরের যানজট নিরসনে নাসিক সহ পাঁচটি সংস্থা অভিযান পরিচালনা করে। চাষাড়া থেকে বাস কাউন্টার গুলো চানঁমারীতে সরিয়ে নেয়া নির্দেশনা দেয়া হয়েছে। অনুমোদনহীন কয়েকটি পরিবহনকে ডাম্পিংয়ে পাঠানো হয় এবং একটি পরিবহনকে জরিমানা করা হয়েছে। পাশাপাশি অবৈধ পার্কিং ও স্ট্যান্ড বন্ধে নো পার্কিং জোন করা হয়েছে। অটোরিকশাগুলোকে লাইসেন্সের আওতায় নিয়ে আসা হচ্ছে। ট্রাকগুলো সকাল আটটা থেকে রাত ৯ টা পর্যন্ত প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।
ফরিদপুর প্রতিনিধিঃ চার দফা দাবিতে দেশব্যাপী ম্য...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেল...
বাকৃবি প্রতিনিধিঃ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃব...
রংপুর ব্যুরোঃ বিএনপি'র জাতীয় স্থায়ী কমিটি সদস্য ...
মন্তব্য ( ০)