ছবিঃ সংগৃহীত
লাইফস্টাইল ডেস্কঃ নাশতা হিসেবে প্রায় সবার বাড়িতেই পাউরুটি খাওয়া হয়। স্যান্ডউইচ, ডিম দিয়ে টোস্ট, জ্যাম কিংবা দুধ দিয়ে এই উপাদানটি খাওয়া হয়। কিন্তু মাঝেমধ্যে ঘরে অনেক বেশি পরিমাণ পাউরুটি কেনা হয়। না খাওয়া হলে এতে ছত্রাক পড়ে। তখন বাধ্য হয়ে পাউরুটি ফেলে দিতে হয়।
জানেন কি, কেবল খাদ্য হিসেবে নয়, রূপচর্চায়ও ব্যবহার করতে পারেন পাউরুটি। ত্বক থেকে কালচেভাব দূর করে উজ্জ্বলতা বাড়ায় এই উপাদানটি। এজন্য দুধ আর পাউরুটি মিশিয়ে উপটান তৈরি করতে হবে। কীভাবে ত্বকের যত্নে পাউরুটি ব্যবহার করা যায়, চলুন জেনে নিই-
ত্বকের জন্য উপকারী দুধ আর পাউরুটি
দুধে অনেক পুষ্টি উপাদান রয়েছে যা ত্বকের জন্য ভালো। এটি বিভিন্ন গবেষণায় প্রমাণিত। এই মিশ্রণ তৈরি করতে কাঁচা দুধ ব্যবহার করা হয়। আর কাঁচা দুধে রয়েছে অ্যান্টি অক্সিডেন্ট যা প্রাকৃতিকভাবে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে সাহায্য করে। এছাড়াও কাঁচা দুধের অ্যান্টি-ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য রয়েছে, যা ত্বকে স্বস্তি দেয়। এটি ত্বকের জ্বালাপোড়া, রোদে পোড়া ভাব, ব্রণের মতো সমস্যা কমায়। দুধে থাকা ল্যাকটিক অ্যাসিড ত্বকের মৃত কোষ দূর করে ত্বককে করে তোলে হালকা ও উজ্জ্বল। সবমিলিয়ে বলা যায় ত্বকের জন্য উপকারি একটি উপাদান এটি।
অন্যদিকে, পাউরুটিরও আছে উপকারিতা। এতে উপস্থিত বৈশিষ্ট্য ত্বকের ময়লা ও তেল দূর করতে সাহায্য করে। এটি ব্ল্যাকহেডস ও ব্রণের মতো সমস্যা থেকে মুক্তি মেলায়। পাউরুটি মৃত কোষ দূর করতেও সাহায্য করে, যার ফলে ত্বক উজ্জ্বল দেখাতে শুরু করে।
কীভাবে দুধ-পাউরুটির উপটান ব্যবহার করবেন?
এই মিশ্রণটি তৈরি করতে দুধ আর পাউরুটি লাগবে। একটি পাত্রে কাঁচা দুধ নিয়ে তাতে ৪ থেকে ৫ টুকরো পাউরুটি ভিজিয়ে রাখুন। গোসলের আগে পরিষ্কার হাতে মিশিয়ে ঘন মিশ্রণ তৈরি করুন। মিশ্রণ খুব বেশি তরল হলে আরেকটু পাউরুটি মিশিয়ে নিন।
মুখে ভালো করে এই মিশ্রণ লাগান। ১৫-২০ মিনিট অপেক্ষা করে হালকা গরম পানি দিয়ে মুখ ধুয়ে নিন। সপ্তাহে ২-৩ দিন এই প্যাক ব্যবহারে দূর হবে ব্ল্যাকহেডস, ব্রণ। সেসঙ্গে কালচে ছাপ দূর হয়ে পাবেন উজ্জ্বল ত্বক।
চট্টগ্রাম প্রতিনিধিঃ আইনজীবি সাইফুল ইসলাম আলিফ হত্যা...
গোপালপুর প্রতিনিধি: টাঙ্গাইল এসোসিয়েশন, উত্তরা এবং...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রৌমারী ফেরিঘাট থেকে চিলম...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাট থানা পুলিশ শুক্...
মন্তব্য ( ০)