• অপরাধ ও দুর্নীতি

৮টি মামলায় ৫৫০০ হাজার টাকা জরিমানা

  • অপরাধ ও দুর্নীতি
  • ২৪ অক্টোবর, ২০২৪ ১৭:৪৪:১৮

ছবিঃ সিএনআই

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ সাতকানিয়া উপজেলার(২৪ অক্টোবর)বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে এওচিয়া ডেপটি হাট কাচাবাজারে ও বাংলাবাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে  টাস্কফোর্সের অভিযান পরিচালনা করা হয়।এসময় মুদি দোকানে মূল্য তালিকা না থাকা, লেবেল ছাড়া পণ্য বিক্রয়, কাচাবাজারে ক্রয়রশিদ সংরক্ষণ না করা ও দোকানে মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয় করার বিষয় গুলি তদারকি করা হয়। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ৮টি মামলায় ৫৫০০ টাকা অর্থদণ্ড দেয়া হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, সাতকানিয়া, ফারিস্তা করিম। অভিযানে সহযোগিতা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, কৃষি উপসহকারী কর্মকর্তা, ছাত্র প্রতিনিধি, সাতকানিয়া থানার পুলিশ সদস্যবৃন্দ, আনসার এবং উপজেলা ভূমি অফিসের কর্মচারীবৃন্দ। জনস্বার্থে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সাতকানিয়া, অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য ( ০)





  • company_logo