• অপরাধ ও দুর্নীতি

র‍্যাব-১৪ এর বিশেষ অভিযানে ময়মনসিংহে ৩৯৬ বোতল ফেন্সিডিলসহ আটক ২

  • অপরাধ ও দুর্নীতি
  • ১৯ অক্টোবর, ২০২৪ ২০:২৮:৪৩

ছবিঃ সিএনআই

ময়মনসিংহ প্রতিনিধি: ১৯ অক্টোবর ২০২৪ তারিখ র‍্যাব-১৪, সিপিএসসি এর একটি আভিযানিক  দল দুপুর ১টার সময় ময়মনসিংহ জেলার তারাকান্দা থানাধীন ১ নং তারাকান্দা ইউপিস্থ ময়মনসিংহ টু তারাকান্দা মহাসড়কে ময়মনসিংহ অভিমুখে আগত একটি ইজি বাইকে তল্লাশি অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী  মফিদুল ইসলাম(৪০), মাহবুব(৩২), কে আটক করে।

এ সময় উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে ইজি বাইকে তল্লাশি করে সামনের এবং পিছনের সিটের নিচ হতে প্রাপ্ত মোট ৩৯৬ বোতল ফেন্সিডিল ০২ টি বাটন ফোন এবং আটককৃত ইজি বাইক জব্দ করে । জব্দকৃত ফেন্সিডিল এর আনুমানিক মূল্য = ৭,৯২,০০০ /- (সাত লক্ষ বিরানব্বই হাজার) টাকা। 

উপস্থিত স্থানীয় লোকদের জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা যায় যে, আসামীদ্বয় দীর্ঘদিন যাবৎ হালুয়াঘাট সীমান্ত এলাকা থেকে দেশের বিভিন্ন জেলায়  মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।  ধৃত আসামীদের বিরুদ্ধে ময়মনসিংহ জেলার তারাকান্দা থানায় মামলা দায়ের, আসামী ও আলামত হস্তান্তর  প্রক্রিয়াধীন।

মন্তব্য ( ০)





  • company_logo