ছবিঃ সিএনআই
লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাট জেলা পুলিশ লাইন্স মাঠে রোববার মাস্টার প্যারেড,কল্যাণ সভা এবং অপরাধ পর্যালোচনা সভা পুলিশ অফিস সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
জেলা পুলিশের সকল ইউনিটের বিভিন্ন পদমর্যাদার অফিসার-ফোর্সের অংশগ্রহণে অনুষ্ঠিত প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন লালমনিরহাট জেলার পুলিশ সুপার মো: তরিকুল ইসলাম ।
পুলিশ সুপার এ সময় জেলা পুলিশের যানবাহন শাখা, রেশন স্টোর, ফোর্স ব্যারাক, মেস, অস্ত্রাগার, এমআই সেন্টার, সি স্টোর, ডি স্টোর, রিজার্ভ অফিস সহ পুলিশ লাইন সংশ্লিষ্ট সকল অফিস পরিদর্শন করেন এবং দিকনির্দেশনা প্রদান করেন। পরিদর্শন শেষে পুলিশ সুপার উপস্থিত অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে সমসাময়িক বিষয় সংক্রান্তে বক্তব্য প্রদান করেন।
উক্ত প্যারেডে কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন এ কে এম ফজলুল হক, এ সার্কেল এছাড়াও আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আতিকুল হক, মোহাম্মদ আলমগীর রহমান (ক্রাইম এন্ড অপস্) লালমনিরহাট সহ সকল থানার অফিসার ইনচার্জ, ট্রাফিক ইন্সপেক্টর, কোর্ট পুলিশ পরিদর্শক, আরআইসহ অন্যান্য পদের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
প্যারেড শেষে যথাক্রমে পুলিশ লাইন ড্রিলশেডে মাসিক কল্যাণ সভা ও পুলিশ অফিস সম্মেলন কক্ষে অপরাধ সভা অনুষ্ঠিত হয়। উক্ত অপরাধ সভায় গত মাসের ভালো কাজের স্বীকৃতি হিসাবে, শ্রেষ্ঠ সার্কেল, শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ এবং থানা, ডিএসবি এবং কোর্টের অন্যান্য শ্রেষ্ঠ অফিসারদের মাঝে পুরস্কার বিতরণী শেষে সংশ্লিষ্ট অফিসার এবং অফিসার ইনচার্জদের বিভিন্ন মামলা ও সমসাময়িক বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে ধানক্ষেতে জাতীয় ...
ফেনী প্রতিনিধি : ফেনীতে পারিবারিক কলহের জেরে সন্তান ও স্ত...
পাবনা প্রতিনিধিঃ ৫ আগষ্ট পরিবর্তী দিনগুলো বাংলাদেশের ইতিহ...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে আওয়ামী লীগের স...
মন্তব্য ( ০)