• সমগ্র বাংলা

কালিয়াকৈরে হুমায়ুন কবির খাঁনের নাগরিক সংবর্ধনা

  • সমগ্র বাংলা
  • ০৮ সেপ্টেম্বর, ২০২৪ ১১:৪৩:৩১

ছবিঃ সিএনআই

কালিয়াকৈর, গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কৃতিসন্তান নবনির্বাচিত সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের  কেন্দ্রীয় কমিটির সহ-শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খাঁনকে নাগরিক সংবর্ধনা দিয়েছে স্থানীয়রা। 

রবিবার (৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার আশিক নগর পার্কে এই সংবর্ধনার আয়োজন করেন স্থানীয় নাওলা গ্রামের জনগণ। নবনির্বাচিত সাধারণ সম্পাদককে সংবর্ধনা দিতে নারী-পুরুষ নির্বিশেষে এলাকার লোকজন উপস্থিত হন। ফুল দিয়ে তাকে বরণ করেন এবং শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং স্থানীয় বাসিন্দারা।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন স্থানীয় বিএনপি নেতা আঃ বারেক। উপস্থিত ছিলেন আঃ মালেক, আউলাদ হোসেন, ইব্রাহিম খলিল, পরিমল শাহা সহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বক্তারা হুমায়ুন কবির খাঁনের নেতৃত্বে এলাকার উন্নয়নে নতুন সম্ভাবনার আশা প্রকাশ করেন।

 প্রধান অতিথির বক্তব্যে হুমায়ুন কবির খাঁন বলেন, "আপনারা আমার আপনজন। আপনাদের ভালোবাসা ও সমর্থন আমাকে সামনে এগিয়ে যেতে উৎসাহিত করেছে। আমি চাই, আপনাদের সহযোগিতা নিয়ে এই এলাকার উন্নয়নের জন্য কাজ করতে।"তিনি আরও বলেন, "এলাকার মানুষের সুখ-দুঃখের সাথে আমি সবসময় আছি এবং থাকব। আমি বিশ্বাস করি, আমরা সবাই একসাথে কাজ করলে কালিয়াকৈরকে একটি উন্নত, সমৃদ্ধ ও মডেল উপজেলায় রূপান্তর করা সম্ভব।

এ সময় উপস্থিত সবাই হুমায়ুন কবির খাঁনের প্রতি সমর্থন জানিয়ে তার ভবিষ্যৎ কার্যক্রমে সহযোগিতার প্রতিশ্রুতি দেন।

মন্তব্য ( ০)





  • company_logo