ছবিঃ সিএনআই
মানিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জে জেলায় নবনিযুক্ত পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন মো. বশির আহমেদ।গতকাল শুক্রবার (৩০ আগস্ট) বিকেলে মানিকগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে মানিকগঞ্জের পুলিশ সুপার হিসেবে তিনি দায়িত্বভার গ্রহণ করেন। এ সময় জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার মো. বশির আহমেদকে শুভেচ্ছা ও স্বাগত জানানো হয়। পরে পুলিশ সুপার মো: বশির আহমেদ পুলিশ সুপার কার্যালয়ের বিভিন্ন সেকশন পরিদর্শন করেন এবং অফিসে কর্মরত অফিসার ফোর্সদের বিভিন্ন প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুজন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) ইমতিয়াজ মাহবুব, অতিরিক্ত পুলিশ সুপার, ডিএসবি নুরজাহান লাবনী এবং জেলা পুলিশের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাসহ সকল ইউনিটের ইনচার্জগণ উপস্থিত ছিলেন।
মানিকগঞ্জের নবাগত পুলিশ সুপার মো. বশির আহমেদ এর আগে নোয়াখালী জেলা পুলিশের সিআইডি (ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট) শাখার পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন।মানিকগঞ্জের পুলিশ সুপার হিসেবে মো. বশির আহমেদ যোগদানের পর পরই জেলা পুলিশ মানিকগঞ্জের ফেসবুক পেজে "আপনার প্রয়োজনে মানিকগঞ্জ জেলা পুলিশ সদা প্রস্তুত" মোঃ বশির আহমেদ পুলিশ সুপার, মানিকগঞ্জ মোবাইল নম্বর দিয়ে একটি পোস্ট দেন। ফেসবুক পোস্টটিতে বিপুল সংখ্যক মানুষ তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে কমেন্ট করেছেন।
ময়মনসিংহ প্রতিনিধি: “বেশি করে হাঁটো, ডাক্তার থেকে দ...
ঈশ্বরগঞ্জ প্রতিনিধিঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে শার...
মানিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জের সিঙ্গাইর উপজে...
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজ...
মন্তব্য ( ০)