• শিক্ষা

বাকৃবির দেয়ালে দেয়ালে গ্রাফিতি

  • শিক্ষা
  • ২০ আগস্ট, ২০২৪ ২০:১৩:৫৭

ছবিঃ সিএনআই

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) দেয়ালগুলো শিক্ষার্থীরা ফুটিয়ে তুলেছেন ইতিহাস ও বিপ্লবের স্লোগান লিখন, বদলে যাওয়া নতুন বাংলাদেশের গল্প, আন্দোলন ও অভ্যুত্থানের নানাবিধ ঘটনাসমূহের মাধ্যমে। 

মঙ্গলবার (২০ আগষ্ট) বিশ্ববিদ্যালয়ের কে.আর মার্কেট, ফ্যাকাল্টির করিডোর ও নদের পাড় সহ বিভিন্ন জায়গায় সরেজমিনে পরিদর্শন করে বিভিন্ন ধরনের গ্রাফিতি ও দেয়াললিখন দেখা যায়। 

শিক্ষার্থীরা আবু সাঈদের আত্মত্যাগের চিত্র, মীর মুগ্ধর 'পানি লাগবে পানি ', শিক্ষার্থীদের বিভিন্ন জ্বালাময়ী স্লোগান, হেলিকপ্টার থেকে গুলি করার দৃশ্য, স্বৈরাচারীদের নির্যাতনের বিভিন্ন চিত্র দেয়ালে দেয়ালে ফুটিয়ে তুলেছেন। গ্রাফিতিসমূহ কেবল সৌন্দর্য বর্ধনই করছে না তার সাথে বহন করছে জুলাইয়ের গণঅভ্যুত্থানে ছাত্র - জনতার সংগ্রাম ও আত্মত্যাগের চিত্র।

এসময় বাকৃবির পশুপালন অনুষদের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো রায়হান আবিদ বলেন, গত দুই মাসে ছাত্র আন্দোলনের মাধ্যমে স্বৈরাচার পতনের সময়টা তরুণ প্রজন্ম যেভাবে পার করেছে সে বিষয়গুলো দেওয়ালচিত্রের মাধ্যমে ফুটিয়ে  তুলেছে শিক্ষার্থীরা। দেয়াললিখনগুলো দেখে আমরা প্রতিনিয়ত সেই জুলাই মাসের ভয়ানক মুহূর্তগুলো বেশি বেশি স্মরণে রাখতে পারবো এবং একইসাথে বিজয়ের স্মৃতিগুলোও স্মরণে রাখতে পারবো।

বাকৃবির ভেটেরিনারি অনুষদের প্রথম বর্ষের শিক্ষার্থী জ্যোতি বলেন, প্রতিটি দেয়াললিখন ও গ্রাফিতি জুলাই মাসের এক একটি দিনের প্রতিচ্ছবি। গ্রাফিতিগুলো একদিকে যেমন ছাত্র - জনতার সংগ্রাম ও আত্মত্যাগের প্রতিচ্ছবি ঠিক তেমনি ক্যাম্পাসের সৌন্দর্যবর্ধকও বটে। 

এসময় বেশকয়েকজন পথচারী এবং বিভিন্ন শ্রেণীপেশার মানুষকে অবাকদৃষ্টিতে গ্রাফিতিগুলোর দিকে তাকিয়ে থাকতে দেখা যায়।

এক পথচারী বলেন, কিছুদিন আগে ময়মনসিংহ শহরে শিক্ষার্থীদের দেখেছি ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ করছে এখন আবার তারাই দেয়াললিখনের কাজও হাতে নিয়েছে। শুনেছিলাম ' শিক্ষার্থীরাই জাতির ভবিষ্যৎ ' এই উক্তিটি তারা আবারো প্রমাণ করে দিচ্ছে। দেশ পুনর্গঠনে শিক্ষার্থীদের পাশে সকলের দাঁড়ানো উচিত বলে আমি মনে করি।

মন্তব্য ( ০)





  • company_logo