• শিক্ষা

শতাধিক শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

  • শিক্ষা
  • ২৬ অক্টোবর, ২০২৪ ১৮:৩৫:৩৪

ছবিঃ সিএনআই

কুমিল্লা সংবাদদাতাঃ কুমিল্লার বরুড়া পৌরসভার অর্জুনতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে শনিবার ২৬ অক্টোবর সকাল দশটায় সংগঠনের সাধারণ সম্পাদক ও সানরাইজ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ শাহাদাত হোসেন এর সার্বিক পরিচালনায় এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া সেভেন ব্রাদার্স এর স্বত্বাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী মোঃ জুয়েল হোসেন, উত্তরপাড়া সমাজসেবক ও বিএনপি নেতা মোঃ শামসুল হক, যুব দল নেতা মোঃ কামাল হোসেন, দিগন্ত সমাজ কল্যান পরিষদের কার্যনির্বাহী সদস্য ডাঃ জি এম এনামুল হক শাহিন, খোরশেদ আলম। 

সোলাইমান আহমেদ সহ এলাকার অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এদিন অর্জুনতলা পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা বিতরণ করা হয়। উল্লেখ্য যে দিগন্ত সমাজ কল্যাণ পরিষদ প্রতিবছর ঈদুল আযহা ও ঈদুল ফিতরসহ বিভিন্ন দুর্যোগ পরিস্থিতিতে অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ, বস্ত্র বিতরণ, নগদ অর্থ বিতরণ, ফ্রি মেডিকেল ক্যাম্প, শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী বিতরণ সহ সামাজিক কর্মকান্ডে সব সময় এগিয়ে আসেন।

মন্তব্য ( ০)





  • company_logo