• শিক্ষা

এ্যানিমেল হাজবেন্ড্রী এসোসিয়েশনের দুই বছরের জন্য নতুন কমিটি

  • শিক্ষা
  • ১৮ আগস্ট, ২০২৪ ১৭:৪৫:৩২

ছবিঃ সিএনআই

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ বাংলাদেশ এ্যানিমেল হাজবেন্ড্রী এসোসিয়েশনের (বাহা) আগামী দুই বছরের জন্য নতুন আংশিক কার্যনির্বাহী কমিটি গঠন করেছে বাহা'র অন্তর্বর্তীকালীন কমিটি। নতুন এই কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) এনিমেল সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মোঃ আবুল হাশেম এবং মহাসচিব নির্বাচিত হয়েছেন প্রোঃ ভেটাগ্রো কনসালটিং এর মোঃ রফিকুল ইসলাম খান (ডন)।পূর্ববর্তী কমিটিকে বাতিল ঘোষণা করে নতুন অন্তর্বর্তীকালীন কমিটি গঠন করা হয় গত শনিবার সকাল সাড়ে ১১টায়।

ওই অন্তর্বর্তীকালীন কমিটি মাত্র ১১ ঘণ্টার ব্যবধানে এক বর্ধিত সভায় নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করে। কমিটিতে জ্যৈষ্ঠ সহ-সভাপতি হিসেবে আছেন বাকৃবির পোল্ট্রি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোঃ শওকত আলী। এছাড়া সহ-সভাপতি হিসেবে আছেন- প্রাণিসম্পদ অধিদপ্তরের (ডিএলএস) পিএসও ড. মোঃ গোলাম আজম, ডিএলএস এর পরিচালক ফরিদা ইয়াসমিন, বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের (বিএলআরআই) পরিচালক (গবেষণা) ড. নাসরিন সুলতানা।যুগ্ম মহাসচিব হিসেবে আছেন- এম.এস.কে. এগ্রোর ম্যানেজিং পার্টনার এ. কে. এম. আনিসুজ্জামান (আনিস), বাকৃবির অধ্যাপক ড. মোঃ আবুল কালাম আজাদ, বাকৃবির ডেপুটি রেজিস্ট্রার ড. মোঃ সাদেকুজ্জামান।

কোষাধ্যক্ষ হিসেবে আছেন এভান্স এশিয়া লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো.ফয়েজুর রহমান ফয়েজ।সাংগঠনিক সম্পাদক হিসেবে আছেন- কাজী ফার্মস্ লিমিটেডের মোঃ শাইফুল ইসলাম (সাথী), সলিডারের কান্ট্রি রিপ্রেজেন্টটিভ মোহাম্মদ আমানউল্লাহ। এছাড়া সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে আছেন- বিএলআরআই এর এসএসও মোঃ আশাদুল আলম (আপেল), এ.এম. জাহিদুল আবেদীন (মিশু)। 

দপ্তর সম্পাদক হিসেবে আছেন বাকৃবির পোল্ট্রি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোঃ বজলুর রহমান মোল্যা এবং সহ-দপ্তর সম্পাদক ডিএলএস এর ইউএলও মোঃ রফিকুল ইসলাম (রাহুল)। প্রচার সম্পাদক হিসেবে আছেন ডিএলএস এর ইউএলও এস.এম. সামিউল আউয়াল (সামি) এবং সহ-প্রচার সম্পাদক ডিএলএস এর পিডিও মোঃ বাহালুল করিম (তমাল)। 

আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বিএলআরআই এর পিএসও ড. মোঃ রাকিবুল হাসান, সমাজকল্যাণ সম্পাদক বিএলআরআই এর এসএসও ড. মোঃ সিরাজুল ইসলাম, ক্রীড়া সম্পাদক ড. মোঃ ফয়জুর রহমান (বিপুল), মানব সম্পদ বিষয়ক সম্পাদক আফতাব বহুমুখী ফার্মস লিমিটেড এর মোঃ শহীদুল ইসলাম (শহিদ)। উক্ত কমিটিতে সদস্য হিসেবে আছেন বাহার সাবেক সচিব ও সাবেক সভাপতি জাকির হোসেন আকন্দ, বাহার সাবেক মহাসচিব ও ডিএলএসের প্রকল্প পরিচালক ড. অসীম কুমার দাস এবং বাকৃবির অধ্যাপক ড. এ.কে ফজলুল হক ভূঁইয়া।

মন্তব্য ( ০)





  • company_logo