ছবিঃ সিএনআই
নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ জেলায় ৬ টি থানায় সীমিত আকারে কার্যক্রম শুরু হয়েছে। থানাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি থানাতে সেনাবাহিনী ও আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া রয়েছেন শিক্ষার্থীরাও।
রবিবার (১১ আগস্ট) সকাল থেকে নারায়ণগঞ্জের ছয়টি থানায় পুলিশ সদস্যরা কর্মস্থলে যোগ দিয়ে কার্যক্রম শুরু করেন।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আমীর খসরু তথ্যটি নিশ্চিত করেছেন।
তিনি জানান, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা বাদে ছয়টি থানায় সীমিত আকারে কার্যক্রম শুরু হয়েছে। নারায়ণগঞ্জ সদর, ফতুল্লা, বন্দর, সোনারগাঁও, রুপগঞ্জ ও আড়াইহাজার থানায় আজ থেকে কার্যক্রম শুরু হয়েছে । তবে সিদ্ধিরগঞ্জ থানা পুড়ে যাওয়ায় সেখানে এখনো কার্যক্রম শুরু হয়নি।
উল্লেখ্য, কোটা আন্দোলনের পর গত ৫ আগস্ট থেকে দীর্ঘদিন যাবত থানার কার্যক্রম বন্ধ ছিল। এতে করে থানায় আসা সাধারণ মানুষেরা নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছিলেন। থানায় পুলিশ না থাকায় জেলার বিভিন্ন স্থানে চুরি ছিনতাই চাঁদাবাজি ব্যাপক হারে বৃদ্ধি পায়।
চট্টগ্রাম প্রতিনিধিঃ আইনজীবি সাইফুল ইসলাম আলিফ হত্যা...
গোপালপুর প্রতিনিধি: টাঙ্গাইল এসোসিয়েশন, উত্তরা এবং...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রৌমারী ফেরিঘাট থেকে চিলম...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাট থানা পুলিশ শুক্...
মন্তব্য ( ০)