ছবিঃ সিএনআই
সাতক্ষীরা প্রতিনিধি: বিজিবির নিরাপত্তায় সীমান্তবর্তী কলারোয়া থানাসহ ৭টি থানার কার্যক্রম শুরু হয়েছে। শনিবার সাতক্ষীরার ৩৩ বিজিবির সার্বিক তত্সীত্বাবধানে সীমান্তবর্তী কলারোয়া থানার স্বাভাবিক কার্যক্রম শুরু উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ৩৩ বিজিবি’র অধিনায়ক লে: কর্ণেল আশরাফুল হকের সভাপতিত্বে কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহিন, জেলা জামায়াতের নায়েবে আমীর শহীদুল ইসলাম মুকুল, বিএনপির মুখপত্র অধ্যাপক রইচ উদ্দীন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সাঈদ হাসানুল বান্না, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন, কলারোয়া উপজেলা যুবদলের সভাপতি আব্দুল হাকিম সবুজ, যুগ্ম সাধারণ সম্পাদক পলাশ, সালাউদ্দিন পারভেজ, জামায়াত নেতা কামরুজ্জামান, শহীদুল ইসলাম, কলারোয়া উপজেলা জামায়াতের আমীর মাও: আহম্মাদ আলী, সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে সাতক্ষীরা জেলার ৮ থানার মধ্যে ৭টি থানায় ইতোমধ্যে পুলিশ পৌছে গেছে বলে জানা গেছে।
বক্তারা বলেন, কলারোয়া থানায় বিজিবির নিরাপত্তা জোরদারের ফলে ইতোমধ্যে থানার স্বাভাবিক কার্যক্রম শুরু করেছে। কলারোয়া থানার নিরাপত্তা নিশ্চিত এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ বিজিবি’র পাশাপাশি রাজনৈতিক নেতৃবৃন্দ পূর্ণ সহযোগিতা প্রদান করবে। দুর্বৃত্তরা কোন দলের হতে পারে না। যারা আইন শৃঙ্খলা বিঘ্ন ঘটায় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এবিষয়ে সাতক্ষীরা জেলা পুলিশের ডিআইও-১ ইয়াছিন আলম চৌধুরী বলেন, পুলিশ থানায় যাওয়া শুরু করেছে। ইতোমধ্যে ৭টি থানায় পুলিশ পৌছে গেছে। তবে কার্যক্রম পুরোপুরি শুরু হতে সময় লাগবে। ধীরে ধীরে প্রতিটি থানায় পুলিশ পৌছে যাবে।
চট্টগ্রাম প্রতিনিধিঃ আইনজীবি সাইফুল ইসলাম আলিফ হত্যা...
গোপালপুর প্রতিনিধি: টাঙ্গাইল এসোসিয়েশন, উত্তরা এবং...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রৌমারী ফেরিঘাট থেকে চিলম...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাট থানা পুলিশ শুক্...
মন্তব্য ( ০)