ছবিঃ সিএনআই
দিনাজপুর প্রতিনিধিঃ সেনা বাহিনী এবং বিজিবির সহযোগিতায় স্টেশনের দ্বায়িত্ব শুরু করেছেন পুলিশ কর্মকর্তারা। পাশাপাশি তাদের নিরাপত্তা প্রহরাও দিচ্ছেন তারা। আজ শুক্রবার দুপুরে কোতয়ালী থানার দ্বায়িত্ব বুঝে নেন ইনচার্জ ফরিদ হোসন। খবর পেয়ে সাদা পোষাকে একে একে কর্মস্হলে ফিরতে থাকে কনস্টেবল সহ বিভিন্ন পদের পুলিশ সদস্যরা।
তবে সবাই ফিরতে পারেনি।ফলে শুরু হয়নি স্বাভাবিক আইনি কার্যক্রম। আগে সকালে হাকিমপুর থানার দ্বায়িত্ব গ্রহন করেছেন কর্মরতরা। উদ্ভুত পরিস্হিতিতে উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশে নিজ নিজ কর্মস্হলে ফিরতে শুরু করেছেন তারা। নথিপত্র ঠিকঠাক করার পাশাপাশি ডিউটি রোষ্টার তৈরির কাজও চালাচ্ছে সংশ্লিষ্টরা। সহসাই আস্ত্র হাতে এবং পোষাকি ডিউটি পালনে তারা মাঠে নামতে পারবেন বলে আশা করছেন তারা।
শিক্ষার্থীদের আন্দোলনের সময় জনরোষের কবলে পড়লে নিরাপত্তার অভাবে অস্ত্র জমা দিয়ে কেউ কেউ আত্বগোপনে অনেকে নিরাপদ ম্হানসহ পুলিশ লাইনে সরে পড়েছিল পুলিশ সদস্যরা। আন্তবর্তীকালিন সরকারের দ্বায়িত্ব গ্রহনের পর কিছুটা আস্হা ফিরে কাজে যোগদানে আগ্রহী হয়ে উঠেন অনেকে।
এদিকে দ্বায়িত্ব গ্রহনের সাথে সাথেই বিজিবি’র তুলে দেওয়া একজনকে জিডি মুলে গ্রহন করেছে কোতয়ালী থানা পুলিশ। তাকে সীমান্ত এলাকায় ঘোরঘুরির সময় আটক করেছিল বিজিবি সদস্যরা। পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ জানান, দিনাজপুরের ১৩ থানাতে দ্বায়িত্ব গ্রহন করেছে কর্মকর্তাসহ পুলিশ সদস্যরা। শ্রীঘ্রই স্বাভাবিক অবস্হায় ফিরবে পুলিশের আইনি কার্যক্রম।
চট্টগ্রাম প্রতিনিধিঃ আইনজীবি সাইফুল ইসলাম আলিফ হত্যা...
গোপালপুর প্রতিনিধি: টাঙ্গাইল এসোসিয়েশন, উত্তরা এবং...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রৌমারী ফেরিঘাট থেকে চিলম...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাট থানা পুলিশ শুক্...
মন্তব্য ( ০)