• প্রশাসন

ফরিদপুরে পুলিশের কার্যক্রম শুরু, কোতয়ালী থানা ধ্বংসাবশেষ পরিদর্শনে পুলিশ সুপার

  • প্রশাসন
  • ০৯ আগস্ট, ২০২৪ ১৮:২২:৩৯

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরে থানা পুলিশের কার্যত্রম শুরু করতে ক্ষতিগ্রস্থ থানা পরিদর্শন করেন পুলিশ সদস্যগণ।শুক্রবার ( ৯ই আগষ্ট) দুপুরে পুলিশ সুপার মোহম্মদ মোর্শেদ আলমের নেতৃত্বে অন্যান্য কর্মকর্তাগণ কোতয়ালী থানা ঘুরে দেখেন।বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সরকার পতন ঘিরে চলমান পরিস্থিতিতে জেলার সদরপুর, মধুখালী ও কোতয়ালী থানায় বিক্ষোভকারীরা ব্যাপক ভাঙচুর, অগ্নিসংযোগ করে।

এতে থানার প্রতিটি কক্ষ, পুলিশের গাড়ি, মামলার নথিপত্র আগুনে পুড়ে ভষ্মীভুত হয়।ফরিদপুরের পুলিশ সুপার মোহম্মদ মোর্শেদ আলম জানান, চলমান পরিস্থিতিতে পুলিশের সাথে নি:স্বংস আচরণ করা হয়েছে। পুলিশের মনোবল ভেঙ্গে গেছে। সকলের সহযোগীতায় আবার পুলিশের কার্যক্রম শুরু করার চেষ্টা করছি। জেলার তিনটি থানায় ব্যাপক ভাঙ্চুর ও অগ্নি সংযোগ ঘটনা হয়।  আসবাবপত্র, নথিপত্র পুড়ে গেছে। অস্ত্র লুট করা হয়েছে। তিনটি থানা বাদে বাকী ৬টি থানা অক্ষত আছে। সেগুলোতে পুলিশের স্বাভাবিক কার্যক্রম চলমান থাকবে। 

মন্তব্য ( ০)





  • company_logo