ছবিঃ সংগৃহীত
রংপুর ব্যুরো: কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘটিত সহিংসতার ঘটনা তদন্তে ৪ আগস্ট (রোববার সকালে রংপুরে আসছেন হাইকোর্ট বিভাগের বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামান।তদন্ত কাজে তিনি ৫থেকে ৭ তারিখ পযন্ত রংপুরে অবস্থান করবেন।
কোটা সংস্কার আন্দোলনে সংঘটিত সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনাস্থলসমূহ পরিদর্শন করবেন। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে মৃত্যু, সহিংসতা, নাশকতা, অগ্নিসংযোগ, লুটপাট, সন্ত্রাসী কর্মকাণ্ড ও ক্ষয়ক্ষতির ঘটনা তদন্তে নতুন করে বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করেছে সরকার।
এক সদস্যবিশিষ্ট তদন্ত কমিশন বাদ দিয়ে তিন সদস্যের কমিশন গঠনের পাশাপাশি এর কার্যপরিধিও বাড়ানো হয়েছে। এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।নতুন কমিশনে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানকে সভাপতি করা হয়েছে; সদস্য করা হয়েছে হাইকোর্টের বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরীকে।
গত ১৬ থেকে ২১ জুলাই পর্যন্ত নিহতদের মৃত্যুর কারণ উদঘাটন ও এতে দায়ী ব্যক্তিদের চিহ্নিত করার পাশাপাশি সহিংসতা, নাশকতা, অগ্নিসংযোগ, লুটপাট, সন্ত্রাসী কর্মকাণ্ড ও ক্ষয়ক্ষতির পরিমাণ চিহ্নিত করবে এ কমিশন।সেই সঙ্গে বিভিন্ন সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত দপ্তর বা সংস্থা, প্রতিষ্ঠান, সরকারি কম্পানি, সংবিধিবদ্ধ কর্তৃপক্ষ, করপোরেশন ও বেসরকারি প্রতিষ্ঠানের সম্পত্তির ক্ষয়ক্ষতির পরিমাণ এই কমিশন নিরূপণ করবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
এসব বিষয়ে তদন্ত করে ৪৫ কার্যদিবসের মধ্যে সরকারের কাছে প্রতিবেদন দিতে বলা হয়েছে। ২০১৮ সালে সরকারি চাকরিতে কোটা বাতিল করে সরকার যে পরিপত্র জারি করেছিল,সেই পরিপত্র অবৈধ ঘোষণা করে গত ৪ জুলাই রায় দেন হাইকোর্ট। ফলে সরকারি চাকরিতে ৫৬ শতাংশ কোটা ফিরে আসে।
এ রায়ের পর রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আন্দোলনে নামেন।আন্দোলনকারীরা প্রথম কয়েক দিন অবস্থান কর্মসূচি পালন করলেও পরে তাঁরা কয়েক ঘণ্টার অবরোধ কর্মসূচি দেন। ৪ আগস্টই তাঁরা রংপুরে আসবেন।
৫ আগস্ট সকাল ৯টায় রংপুর সার্কিট হাউসে সাক্ষ্য গ্রহণ করবেন। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের বিষয়ে প্রথমে সাক্ষ্য নেওয়া হবে। সাক্ষ্য গ্রহণের পাশাপাশি কমিশন অপরাধ সংঘটনের ঘটনাস্থলও পরিদর্শন করবে।
পরদিন অর্থাৎ ৬ আগস্ট সকাল ৯টায় নিহত সাজ্জাদ হোসেন, মোসলেম উদ্দিন মিলন ও মানিক মিয়ার বিষয়ে সাক্ষ্য গ্রহণ করা হবে।একই ভাবে ৭ আগস্ট মেরাজুল ইসলাম ও আবদুল্লাহ আল তাহেরের বিষয়ে সাক্ষ্য নেবে বিচার বিভাগীয় তদন্ত কমিশন।
নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা চট্টগ্...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ দৈনিক করতোয়া পত্রিকার কুড়িগ্রাম জেলা...
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে টিসিবি’র পণ্য...
ময়মনসিংহ প্রতিনিধিঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পিএফজির উদ...
মন্তব্য ( ০)