• প্রশাসন

উলিপুরে ব্যবসায়ীর টাকা আত্মসাতের চেষ্টা, উদ্ধার করলো পুলিশ

  • প্রশাসন
  • ০১ আগস্ট, ২০২৪ ২০:০৪:৫৭

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে টিন ব্যবসায়ী শফিকুল ইসলামের ৯৮হাজার টাকা উদ্ধার করে ফিরিয়ে দিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, গত ২৫ জুলাই রাতে উলিপুর বাজারের টিন ব্যবসায়ী শফিকুল ইসলাম দোকান বন্ধ করে ব্যবসার ৯৮ হাজার টাকা নিজ দোকানের সিড়ির নিচে রেখে বাড়িতে যায়। পরদিন দোকান খুললেও টাকার বিষয়টি ভুলে যান ব্যবসায়ী। ওইদিন সিড়ি কেনার জন্য দু'জন লোক দোকানে আসলে সিড়ির নিচে ৯৮ হাজার টাকা পেয়ে কৌশলে দোকান থেকে বের হয়ে যায়। পরে ব্যবসায়ী বাড়িতে গিয়ে টাকার কথা মনে পড়লে দোকানে এসে দেখেন টাকাগুলো নেই।দোকানে সিড়ি ক্রয় করতে আসা ব্যক্তি দু'জনকে খুঁজে পেয়ে টাকার নেয়ার কথা বললে তারা অস্বীকার করে। পরে ব্যবসায়ী শফিকুল ইসলাম থানায় অভিযোগ করলে এসআই মিজানুর রহমান সিসি ক্যামেরা বিশ্লেষন করে ওই দুই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করলে তারা টাকা নেওয়ার কথা স্বীকার করে। এবং টাকাগুলো ফেরত দেয়।

এ বিষয়ে উলিপুর থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) তামবিরুল ইসলাম জানান, অভিযোগের ভিত্তিতে সিসি ক্যামেরার সহায়তায় আত্মসাতকৃত টাকা উদ্ধার করে ওই ব্যবসায়ীর কাছে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য ( ০)





  • company_logo