ছবিঃ সিএনআই
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে পুলিশের রংপুর অন্তঃরেঞ্জ দাবা চ্যাম্পিয়নশিপ-২০২৪ এ চ্যাম্পিয়ন কনস্টেবল শাহজাহান ও রানার্সআপ রাজারহাট থানার অফিসার ইনচার্জ মো. মোস্তাফিজুর রহমান।
রোববার (১৪ জুলাই) বিকেলে কুড়িগ্রাম জেলা পুলিশ কর্তৃক আয়োজিত রংপুর অন্তঃরেঞ্জ ইন্ডোর গেমস, দাবা চ্যাম্পিয়নশিপ-২০২৪ এর ফাইনালে চ্যাম্পিয়ন হোন পুলিশ লাইন্সে কর্মরত কনস্টেবল মোঃ শাহজাহান ও রানার-আপ হোন রাজারহাট থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তাফিজুর রহমান। ৩য় স্থান দখল করেন রিজার্ভ অফিসে কর্মরত কনস্টেবল মোঃ ফারুক হোসেন।
বিজয়ের জন্য স্বীকৃতি হিসাবে দেয়া হয় একটি মেডেল, একটি ক্রেস্ট ও ৫ হাজার ও ৩ হাজার টাকার নগদ অর্থ পরস্কার। এছাড়াও সকল অংশগ্রহনকারী পুলিশ সদস্যদের দেয়া হয় বিশেষ মেডেল।
প্রতিযোগীতায় ১২ টি দলের মধ্যে গ্রুপ পর্বের খেলা শেষে আজ বিকেলে কুড়িগ্রাম পুলিশ লাইন্স মাল্টিপারপাস ড্রিলসেডে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম।
এ সময় আরো উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার( পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মোঃ রুহুল আমীন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ সাজ্জাদ হোসেন, পুলিশ লাইন্সের আরআই কাজী আকির হোসেন সহ অন্যান্য সদস্যবৃন্দ।
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে বৈষম্যবিরোধ...
পবিপ্রবি প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববি...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে বেসরকারী ...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ “আর নয় বাল্যবিয়ে, এগিয়ে যাব...
মন্তব্য ( ০)