• অপরাধ ও দুর্নীতি
  • লিড নিউজ

শেরপুর জেলার ঝিনাইগাতী থেকে অনলাইন জুয়ার একাধিক এজেন্ট একাউন্টসহ ১ জন গ্রেফতার 

  • অপরাধ ও দুর্নীতি
  • লিড নিউজ
  • ০৪ জুলাই, ২০২৪ ১২:৩৩:২৪

ছবিঃ সিএনআই

ময়মনসিংহ প্রতিনিধি: ২ এপিবিএন, ২ জুলাই ২০২৪ শেরপুর জেলায় বিশেষ অভিযান ডিউটি করাকালে নালিতাবাড়ী থানাধীন নন্নী বাজারে অবস্থানকালে রাত  ৯টার  সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে কতিপয় ব্যাক্তি মোবাইল ফোনের মাধ্যমে অনলাইন জুয়া খেলা পরিচালনা করছে। আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সঙ্গীয় অফিসার ফোর্সসহ নদীর পার ব্রিজের পশ্চিম পাশে গিলাগাছা গ্রামের মতিউর রহমানের চায়ের দোকানে উপস্থিত হয়ে অভিযান পরিচালনা করে মোঃ সোহাগ (২৪), পিতা- মৃত ছাবেদ আলী, মাতা- মোছাঃ মতিজা বেগম, সাং- নন্নী বাইগড় পাড়া, থানা- নলিতাবাড়ী, জেলা- শেরপুর’কে হেফাজতে নেয়।

উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে তার শরীর তল্লাশি করে ০১ (এক) টি সচল অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং বর্ণিত মোবাইলে ব্যবহৃত ০২ (দুই) টি সিম উদ্ধার করে। জব্দকৃত মোবাইল ফোন চেক করে অনলাইনের মাধ্যমে জুয়া খেলার  সাইটে ০১ (এক) টি এজেন্ট একাউন্ট  পাওয়া যায়। যাতে বর্তমান ব্যালেন্স  ১০,৪০০/- (দশ হাজার চারশত) টাকা বিদ্যামান। এছাড়াও অনলাইন জুয়া খেলা পরিচালনার জন্য জুয়া খেলার একাধিক সাইটে এজেন্ট একাউন্ট এবং অনলাইন জুয়া খেলা পরিচালনা করে বিকাশ ও নগদ অ্যাপসের মাধ্যমে জুয়া খেলার অর্থ লেনদেনের তথ্য পায়। পরবর্তীতে ধৃত আসামীর বিরুদ্ধে শেরপুর জেলার ঝিনাইগাতী থানার মামলা রুজু করে। 

মন্তব্য ( ০)





  • company_logo