• অপরাধ ও দুর্নীতি
  • লিড নিউজ

দিনাজপুরে মাদকের মামলায় যাবজ্জীবন কারাদন্ড 

  • অপরাধ ও দুর্নীতি
  • লিড নিউজ
  • ০৩ জুলাই, ২০২৪ ২০:১৩:৪২

প্রতীকী ছবি

 দিনাজপুর প্রতিনিধিঃ জেলার বিরামপুর  মাদকের মামলায় দোষি প্রমানিত মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড এবং ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদন্ডে দন্ডিত করেছেন দিনাজপুরের অতিরিক্ত জেলা দায়রা জজ  (২য়) আদালতের বিচারক শ্যামসুন্দর রায়। আজ বুধবার বিকালে ওই রায় ঘোষনা করেছেন তিনি।

সাজাপ্রাপ্ত ফয়েজ উদ্দিন (৪৩) বিরামপুর উপজেলার ইসলামপাড়া মহল্লায় জসিম উদ্দিনের ছেলে।

কোট পুলিশ পরিদর্শক একেএম লিয়াকত আলী জানান, গত ২০১০ সালের ২২ জুলাই দিনাজপুরের বিরামপুর উপজেলার ইসলামপাড়া মহল্লায় জসিম উদ্দিনের ছেলে ফয়েজ উদ্দিনের (৪৩) বাড়ীতে অভিযান চালিয়ে ২৩ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ তাকে আটক করেছিল বিজিবির সদস্যরা। ওই ঘটনায় বিরামপুর থানায় একটি মামলা  দায়ের করেছিল তারা। দীর্ঘ ১৪ বছর মামলা চলার পরে আজ রায় ঘোষনা করেছেন বিচারক। সাজা ভোগ করতে আসামী ফয়েজ উদ্দিনকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

মন্তব্য ( ০)





  • company_logo