• অপরাধ ও দুর্নীতি

চৌদ্দগ্রামে ফেন্সিডিলসহ গ্রেফতার ২

  • অপরাধ ও দুর্নীতি
  • ০৩ জুলাই, ২০২৪ ১৬:৩০:৪৮

ছবিঃ সিএনআই

কুমিল্লা প্রতিনিধিঃ  ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রাম মুখী লেনে ১৪নং আলকরা ইউনিয়নের পদুয়া বাজারে অবৈধ মাদকদ্রব্য ৭২০ বোতল ফেন্সিডিল, ০১ টি কাভার্ডভ্যান গাড়ী উদ্ধার সহ ০২ জন আসামীকে গ্রেফতার করেছে চৌদ্দগ্রাম থানা পুলিশের একটি চৌকস টিম ।

কুমিল্লা জেলার মাননীয় পুলিশ সুপার আব্দুল মান্নান (বিপিএম)'র দিক-নির্দেশনায় চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ ত্রিনাথ সাহা এর নেতৃত্বে চৌদ্দগ্রাম থানায় কর্মরত এসআই(নিঃ) মোঃ নাজিম উদ্দিন ভূইয়া সঙ্গীয় ফোর্সনিয়ে গোপন সংবাদের ভিত্তিতে (০৩জুলাই) রাত ০১.২৫ মিনিটের সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রাম মুখী লেনে ১৪নং আলকরা ইউপিস্থ পদুয়া বাজার নামক স্থানে পাকা রাস্তার উপর হতে একটি কাভার্ডভ্যানে (রেজিঃ নং-ঢাকা মেট্টো-ট-১৩-০৪৫৩) তল্লাশি চালিয়ে ০৬টি চটের বস্তায় রক্ষিত ৭২০ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ ০২জন আসামিকে গ্রেফতার করতে সক্ষম হন।

গ্রেফতারকৃত আসামিরা হল, কেএমপি, খুলনা জেলার সোনাডাঙ্গা থানার বড় বয়রা গ্রামের আব্দুর রহমান সিকদার এর ছেলে ড্রাইভার বাবুল সিকদার (৪০) ও সিএমপি, চট্টগ্রামের পতেঙ্গা থানার চরপাড়া গ্রামের মোঃকাশেম এর ছেলে হেলপার মোঃ সাদেক (৩৪)।

বিষয়টি নিশ্চিত করে চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ ত্রিনাথ সাহা বলেন, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদক মামলা দায়ের শেষে আদালতের মাধ্যমে জেলে প্রেরণ করা হয়েছে। 

মন্তব্য ( ০)





  • company_logo